শিরোনাম:
●   খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ●   প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন ●   ১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ●   বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি ●   তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ●   প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ●   বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা ●   রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা ●   বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক ●   রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান ●   রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা ●   দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা ●   রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন ●   ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দুই পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে ●   নিউএজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলার ঘটনায় নিন্দা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা ●   নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে ●   রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

Daily Sonar Bangla
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে মদ গাজা পাচার হচ্ছে ঢুকছে ইয়াবা
প্রথম পাতা » অপরাধ » কাউখালীতে মদ গাজা পাচার হচ্ছে ঢুকছে ইয়াবা
৪৬৫ বার পঠিত
সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে মদ গাজা পাচার হচ্ছে ঢুকছে ইয়াবা

--- মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা বিভিন্ন এলাকা হতে প্রতিদিন দিনে এবং রাতে মদ গাজা পাচার হওয়ার সাথে ইয়াবা ঢুকছে বলে অভিযোগ উঠেছে।

সুত্র জানায় উপজেলার ঘাগড়া বাজার, কচুখালী, মগাইছড়ি, কলমপতির ডাববুনিয়া ছড়া, আদর্শ গ্রাম, কোলা পাড়া, শিয়ালবুক্কা, বেতবুনিয়া দক্ষিণ পাড়া, মনারটেক, মনাই পাড়া, ডাক্তার ছোলা, ডাইলং পাড়া, চিকনছড়া, এলাকা হতে প্রতিদিন দিনে এবং রাতে সিএনজি অটোরিকশা কখনও মোটর সাইকেল, কার মাইক্রো, ট্রাকে, জিপ গাড়ি করে বিভিন্ন এলাকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দেশীয় তৈরি বাংলা মদ দির্গদিন যাবত পাচার করে চলছেন বলে জানা যায়। সেই সাথে বিভিন্ন এলাকায় ইয়াবাও ঢুকছে বলে জানা যায়।
অপরদিকে এই দেশীয় তৈরি বাংলা মদ স্থানীয়ভাবে প্রতি লিটার বিক্রি করা হয় ৭/৮ শত টাকা লিটার। প্রতিদিন পাচার হওয়া এই বাংলা মদ কাউখালী উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করা হয় আরো চড়াও দামে। যার ফলে উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বিভিন্ন সিন্ডিকেট গুলো দির্গদিন যাবত সু কৌশলে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন স্যালাইনের প্যাকেটে করে বস্তায় ভরে দির্গদিন যাবত এই মদ পাচার করে অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। সেই সাথে বিভিন্ন এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দির্গদিন যাবত বিভিন্ন সিন্ডিকেট ইয়াবা এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। সেই সাথে বিপদগ্রস্ত হচ্ছে এসব এলাকার উঠতি বয়সের যুব সমাজ।
উপজেলার বিভিন্ন এলাকা গুরে ( যেসব তথ্য পাওয়া যায়) নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কয়েকজন ব্যাক্তি বলেন, প্রায় দিন সন্ধার পরে বেতবুনিয়া ডাকবাংলো মাঠে এবং সুগারমিল- কলমপতি সড়ক দিয়ে বেতবুনিয়া বাজার এলাকায় অন্যদিকে ঘাগড়া বাজার এলাকায় মগাইছড়ি এলাকায় বেতছড়ি নামক এলাকায়, কচুখালী, ছেলাছড়া, জুনুমা ছড়া,পোয়াপাড়া, তারাবুনিয়া মারমা পাড়া, ডাববুনিয়া ছড়া, ডাইলংপাড়া, ডাক্তার ছোলা, চিকনছড়া, মনারটেক, মনাই পাড়া সহ বিভিন্ন এলাকা হতে প্রতিদিন দিনে এবং রাতে ও গভীর রাতে এবং ভোর রাতে সিন্ডিকেটের মাধ্যমে দেশীয় তৈরি বাংলা মদ পাচারের পাশাপাশি সব এলাকায় ইয়াবা ট্যাবলেট প্রকাশ বাবা ঢুকছে এবং সিন্ডিকেটের মাধ্যমে দেদারসে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন বলে জানা যায়।
আরো জানা যায় এসব এলাকার স্থানীয় গুটি কয়েক নামদারী (বিএনপি-আওয়ামী লীগ) পাতি নেতার মাধ্যমে ৫ আগস্ট-২০২৪ ইং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও এসব নামদারী গুটিকয়েক পাতি নেতার সিন্ডিকেটের মাধ্যমে দেশীয় তৈরি বাংলা মদ যেমন পাচার হচ্ছে তেমনি ইয়াবা এনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে খুবই গোপনে অধিক দামে এসব বাবা বিক্রি করে ধ্বংস করে চলছেন আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে।
নাম প্রকাশ না করার শর্তে বেতবুনিয়া বাজার এলাকার কয়েক জন ব্যাক্তি বলেন, বেতবুনিয়া পুলিশ ফাড়ির সামনে জনপ্রিয় টেইলার্সের মালিক রিপন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতা বনে গিয়ে মদ গাজা পাচার সিন্ডিকেট থেকে মোটা অংকের উতকোচ নিয়ে রাতারাতি বিশাল ধনসম্পত্তির মালিক বনে গিয়েছেন।
৫ আগস্ট -২০২৪ ইং এর পর বোল পাল্টে ভালো মানুষ সেজে টেইলারিংএর কাজ করে চদ্ম বেশ ধারণ করেছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। অন্যদিকে ডাকবাংলো এলাকার স্থানীয় বিএনপি কৃষকদলের এক নেতা বলেন, সমাজে ভালো মানুষের কোন দাম নেই। যারা মদ গাজা পাচার করে আবার তারাই ইয়াবা এনে এলাকায় (৫ আগস্টের-২৪ পরে আগে আওয়ামী লীগ করতো এখন নব্য বিএনপি নামদারী) নেতা সেজে এলাকায় এসব অপকর্ম করে বেড়াচ্ছেন। তাহলে আগামীর যুব সমাজের কাছে ভালো কি আমরা আশা করতে পারি? ফ্যাসিস্ট সরকারের পতনের পর গুটি কয়েক লোক ট্রাকে করে মদ গাজা পাচার করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা খেয়ে এক সময়ের আওয়ামীলীগ করতো এখন ভালো হয়ে যায় এবং এখন তারা নিজেদের কে বিএনপির নেতাকর্মী দাবী করেন। আমরা এসব ব্যাপারে জিরো টলারেন্স থাকতে চাই।অন্যদিকে গোদার পাড় ডাই লং পাড়ার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, কিভাবে আমরা মাদকমুক্ত সমাজ গড়ব। যেভাবে আমাদের এলাকা হতে প্রতিদিন এবং রাতে গভীর রাতে রাবার বাগান ভিতর দিয়ে সিএনজি অটোরিকশা কখনও মোটর সাইকেল, প্রাইভেট কারে, মদ পাচার করে চলছে সেখানে সমাজ কি করে ভালো থাকবে। তাছাড়া ইয়াবা ব্যাবসা তো গোপনে গোপনে চলছেই? সেই সাথে ডাইলং পাড়া ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যাসিমং মারমা নামে জনৈক নেতা দির্গদিন যাবত মদ পাচার হোতার সিন্ডিকেট প্রধান। সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর কিছুদিন আত্বগোপনে থাকার পর আবারও সে ওপেন বেতবুনিয়া গোদারপাড় সহ বিভিন্ন এলাকা মাথায় হেলমেট লাগিয়ে মোটর সাইকেল নিয়ে গুরে বেড়ানোর পাশাপাশি মদ পাচার সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলে এলাকায় জণশ্রুতি রয়েছে। মগাইছড়ি এলাকায় স্থানীয় কয়েকজন লোক পরিচয় গোপন রেখে বলেন, প্রতিদিন যে পরিমাণ পাহাড়ি ( বাংলা মদ) মদ মগাইছড়ি এলাকার বিভিন্ন জায়গা হতে দিনে এবং রাতে সিএনজি অটোরিকশা কখনও মোটর সাইকেল, কখনো কার, মাইক্রো, এ্যাম্বুলেন্সে, ট্রাকে করে পাচার করে চলছে তা বলার মতো নয়। পুলিশ প্রশাসন কি এসব জানেনা বলে তারা আক্ষেপ প্রকাশ করেন ! তাছাড়া ইয়াবা তো গোপনে আসে গোপনে বিক্রি করে একটি সিন্ডিকেট। জনৈক মিন্টু কার্বারী নামক স্থানীয় ব্যাক্তি অনেক কিছু তিনি জানেন বলে তারা জানান।
অন্যদিকে গত ৯ ফেব্রুয়ারী /২০২৫ ইং তারিখে রাঙামাটি মাদক দ্রব্য অধিদপ্তর থানা পুলিশের সহযোগিতায় গোদারপাড় ডাইলং পাড়া নামক এলাকায় গোপন এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ পাচার করার সময় উদ্ধার করেন এবং ২ জনকে আটক করে কাউখালী থানায় মামলা দায়ের করেন। গত ১৬ এপ্রিল /২০২৫ ইং রোজ বুধবার জেলা ডিবি পুলিশ এক গোপন সংবাদের মাধ্যমে বেতবুনিয়া চাইরোই বাজার ( হাটের দিন) হতে দুপুর বেলা ২ গাজা ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেটের কাছে সৌপর্দ করেন এবং মোবাইল কোর্ট তাদের ২ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিন করে কারা দন্ড প্রদান করেন বলে জানা যায় । গত ১৭ এপ্রিল /২৫ ইং তারিখে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেক পোস্টে চট্টগ্রাম রাঙামাটি সড়ক দিয়ে বাসে করে মদ পাচারের সময় ২ জন বোরকা পরা মহিলাকে তল্লাশি চালিয়ে ৩০ লিটার মদ( স্যালাইন প্যাকেটে) সহ রাবার বাগান পুলিশ আটক করেন বলে জানান। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। ১৯ এপ্রিল /২০২৫ ইং রোজ শনিবার সন্ধার পরে সুগারমিল - কলমপতি সড়কের নির্মাণাধীন নতুন মসজিদের সামনে সিএনজি অটোরিকশা যোগে বিপুল পরিমাণ মদ পাচারকালে স্থানীয় জনতা টের পেয়ে সাথে সাথে মদভর্তি সিএনজি অটোরিকশা আটক করে সংগে সংগে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে খবর দিলে ফাঁড়ি হতে ফাড়ির আইসি এসআই মোঃ ইছাহক, এস আই সবুর ঘটনাস্থলে এসে পৌঁছান। এই প্রতিনিধি বিষয়টি নিয়ে মোবাইল কল করলে এসআই সবুর বলেন আমরা সিএনজি অটোরিকশা টি তল্লাশি করে দেখতেছি বলে মোবাইল ফোন কেটে দেন। পরে বেশ কয়েকবার মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে আর যোগাযোগ করা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
কথা হয় কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগের সাথে, তিনি এই প্রতিনিধিকে বলেন, আমরা আমাদের থানা এলাকায় নিয়মিত পুলিশ টহল রেখেছি। কোথাও এসব মদ, গাঁজা, পাচারের কথা জানা নেই । এবং ইয়াবার ব্যাপারে আমরা খোঁজ খবর রাখছি।
তথ্য পেলে আমরা সাথে সাথে অভিযান পরিচালনা করবো বলে তিনি জানান। তাছাড়া কয়েকটি এলাকায় ইয়াবা বিক্রি হয় বলে শুনেছি কিন্তু সেটি আমাদের থানা এলাকা নয় কাউখালী উপজেলার পার্শবর্তী রাঙ্গুনীয়া থানা এলাকায় পরেছে বলে তিনি জানান।
উপজেলার বিভিন্ন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা ও সচেতন নাগরিকরা মনে করেন দ্রুত যদি এসব এলাকা গুলি হতে এসব অবৈধ মাদকদ্রব্য পাচারবন্ধে প্রশাসন কঠোর না হয় পাশাপাশি ইয়াবা (বাবা) ট্যাবলেট এনে এলাকাগুলিতে বিক্রি করে আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলছেন তাদের বিরুদ্ধে সরাসরি অথবা গোপনে অভিযান পরিচালনা করে কঠোরভাবে দমন করা না হয় তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম একদম ধ্বংস হয়ে যাবে বলে সকলে একমত পোষণ করেন।
এ ব্যাপারে সরকারি প্রশাসনের কার্যকরী গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য দ্রুত আহবান জানান।





অপরাধ এর আরও খবর

পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস মিরসরাইয়ে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল ধ্বংস
মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন মিরসরাইয়ে প্রকাশ্যে অপরাধে গ্রেফতার- ১৩ জন
আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন আত্রাইয়ে অবৈধ সুতি ও রিংজাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে দিলো প্রশাসন
মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার মিরসরাইয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজার গ্রেপ্তার
অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার অপহরন মামলায় চরমপন্থী সন্ত্রাসী কুষ্টিয়ার লিপ্টন গ্রেফতার
রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে বানিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী আর সার্কাসে নগ্ন নৃত্যে
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পার্বতীপুরে যুবক আটক
ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে ভিজিএফ চাল আত্মসাৎ এর কারণ দর্শানো জবাব দেয়নি দুই ইউপি সদস্যে

আর্কাইভ