
বৃহস্পতিবার ● ১৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু
ফটিকছড়িতে হালদা নদীতে পরে যুবকের মৃত্যু
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে বাঁশের সাঁকো থেকে মোটারসাইকেল নিয়ে পরে গিয়ে মোঃ নুরুদ্দীন মঞ্জু নামে এক যুবক নিহত হয়েছেন।
১৬ এপ্রিল সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভা ও সুন্দরপুর পাঁচপুকুরিয়া সীমান্ত সিদ্ধাশ্রম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু পাঁচ পুকুরিয়া এলাকার নুরুল ইসলামের পুত্র।
জানা যায়, সুয়াবিল থেকে ক্রিকেট খেলা দেখে সিদ্ধাশ্রম ঘাটে বাঁশের সাঁকো দিয়ে ফেরার পথে মোঃ নুরুদ্দীন মঞ্জু ও তার বন্ধু তাজ উদ্দিন মোটারসাইকেল নিয়ে পরে যায়। তাজ উদ্দিন উঠে আসতে পারলেও মঞ্জু নিখোঁজ হয়।
নিঁখোজের ৭ ঘন্টা পর তাঁর লাশ পাওয়া যায়।
প্রবাসী মঞ্জু মাস খানেক আগে বিয়ে করেছেন বলে জানা গেছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।