শিরোনাম:
●   মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার ●   নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা ●   পানছড়িতে অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান ●   ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত ●   ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার ●   রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন ●   ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন ●   ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ●   দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন ●   রাঙামাটির রাজনগর ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ ●   রাবিপ্রবি’তে কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ●   নবীগঞ্জে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা নানু গ্রেফতার ●   রাঙামাটি-চট্টগ্রাম রোডে অবৈধ সভাপতি সৈয়দ কোম্পানীর লক্কর-জক্কর বাস চলাচল করছে ●   সাংবাদিক কামরুজ্জামানের সুস্থতা কামনা করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম ●   কাউখালীতে মারমা নারী ধর্ষণের ঘটনায় মূল আসামী ফাহিম চট্টগ্রামে গ্রেপ্তার ●   মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিদুৎ বিচ্ছিন্ন রয়েছে ●   চুয়েট স্টাফ এসোসিয়েশনের সভাপতি জামাল ও সম্পাদক প্রিয়তোষ ●   ঈশ্বরগঞ্জে নকলে বাঁধা দেওয়ায় শিক্ষকের উপর হামলার চেষ্টা ●   রাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা ●   রাঙামাটিতে প্রবীন ব্যাক্তি ইন্দ্রজিৎ ত্রিপুরার পাশে জেলা পরিষদ সদস্য হাবীব আজম
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৭ জুলাই ইউপি নির্বাচন শতভাগ অবাদ-সুষ্ঠ ও নিরপেক্ষ হবে : বিশ্বনাথে ডিসি
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১৭ জুলাই ইউপি নির্বাচন শতভাগ অবাদ-সুষ্ঠ ও নিরপেক্ষ হবে : বিশ্বনাথে ডিসি
২৭৫ বার পঠিত
সোমবার ● ১০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৭ জুলাই ইউপি নির্বাচন শতভাগ অবাদ-সুষ্ঠ ও নিরপেক্ষ হবে : বিশ্বনাথে ডিসি

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, শতভাগ অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন। থাকবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা। আপনারা (প্রার্থী) শুধু নির্বাচনের কোন বিষয় নিয়ে গুজব ছড়াবেন না।

জনগণের ভোটেই নির্বাচিত হবেন জনপ্রতিনিধি, অন্য কোন উপায়ে নির্বাচিত হওয়ার কোন সুযোগ নাই। নির্বাচনের দিন ভোট গ্রহন শেষে প্রত্যেক ভোট কেন্দ্রেই প্রদান করা হবে ওই কেন্দ্রের ফলাফল।

তিনি রোববার (৯ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব››দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায়’ প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা গোলাম সারওয়ার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক আশিক আলী।

সভায় নির্বাচনে প্রতিদ্ব››দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ‘চেয়ারম্যান’ পদের প্রার্থী আব্দুল জলিল হিরন মিয়া, আবুল কালাম জুয়েল, শাহ তাজুল ইসলাম মাইকেল, ওয়াহাব আলী, ফখরুল আহমদ মতছিন, আজিজুর রহমান, এম আর টুনু তালুকদার, নাজমুল ইসলাম রুহেল, বশির আহমদ, হাফিজ আরব খান, আতিকুর রহমান লিটন, হোসাইন মোহাম্মদ আখতার ফারুক, কামাল আহমদ, মুহি উদ্দিন পলাশ, দয়াল উদ্দিন তালুকদার, ‘সংরক্ষিত ওয়ার্ডের সদস্য’ পদের প্রার্থী সাজিদা খাতুন, আমিনা বেগম আনু, আঙ্গুরা বেগম, নাজমা বেগম, ‘সাধারণ সদস্য’ পদের প্রার্থী আলী আকবর মিলন, আব্দুল মুমিন মামুন, শফিক আহমদ পিয়ার, নূরুল ইসলাম নূরু, মাহতাব উদ্দিন।

মতবিনিময় সভায় নির্বাচনের প্রতিদ্ব››দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য প্রদানকালে বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ আনেন ইউনিয়নের নৌকার মাঝিরা। দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝির বাড়ির সামনে গভীর রাতে প্রতিদ্ব››দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা মিছিল ও শোডায়ন দেওয়ার এবং দেওকলস ও অলংকারী ইউনিয়নে অনেক প্রার্থীর ব্যানার-পোস্টার-পেস্টুন রাতের আধাঁরে কে বা কাহার ছিড়ে ফেলছে বা নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

এদিকে সভায় বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ (প্রতীক মোটর সাইকেল) ‘বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলে’ বক্তব্য দেন। ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল জলিল হিরন মিয়া বলেন, বর্তমান সরকারের আমলেই সুষ্ঠ নির্বাচন হয়েছে, হবে এবং আগামীতেও হবে।

এসব অবান্তর কথা বলে নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করছে তাদেরকে আইনের আওতায় আনা হউক। তারা মুখে বলে এক কথা, আর কাজে করে তার উল্টো। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত না হলে, বিএনপির নেতাকর্মীরা নিজেদের দলের সিদ্ধান্ত অমান্য করে কেন নির্বাচনে অংশ গ্রহন করে। নির্বাচনে বিএনপির নেতাকর্মীর অংশগ্রহনই প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলেই একমাত্র সম্ভব শতভাগ অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

এসময় সভায় উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩টি পদের (চেয়ারম্যান, সংরক্ষিণ ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য) প্রতিদ্ব››দ্বী প্রার্থীরা, সাংবাদিক, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে
নৌকার সমর্থনে উঠান বৈঠক

বিশ্বনাথ :: আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহাব আলীর নির্বাচনী প্রতীক ‘নৌকা’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুলাই) রাতে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝগাও গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়ার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের নৌকার মাঝি ওয়াহাব আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাস্টার আনোয়ার হোসেন।

ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আরশ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, এনামুল হক এনাম মেম্বার, সাবেক সদস্য আছাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার, আওয়ামী লীগ নেতা দরাছত খান, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, যুবলীগ নেতা মুহিন আহমদ নেপুর, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আক্তার হোসেন শেখ। এসময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই -বিশ্বনাথে এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলোতে দূর্নীতি না হলে উন্নয়ন কাজ হবে টেকসই। আর টেকসই উন্নয়ন মানুষের দূর্ভোগ কমিয়ে আনে।

তাই আমাদের সবাইকে উন্নয়ন কাজ বাস্তবায়নের সময় খেয়াল রাখতে হবে কাজে কোন দূর্নীতি হচ্ছে, কিনা? তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই নিজের দায়িত্ব পালনকালে সর্বদা জনগণের পক্ষেই কথা বলব। মানুষের প্রাপ্য অধিকার আদায় করাই একজন সেবকের প্রধান কাজ।

তিনি রোববার (৯ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘আতাপুর, বড়ধিরারাই, সদুরগাঁও এলাকাবাসী’র উদ্যোগে জামেয়া মিফতাউল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন নূরের সভাপতিত্বে ও মাওলানা মারজান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রাব্বানী সুমন, দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন নুনু, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোহাম্মদ সুমন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

বক্তব্য রাখেন জামেয়া মিফতাউল উলুম মাদ্রাসা নির্বাহী মুক্তামিম হাফিজ মাওলানা জুনেদ আহমদ, শিক্ষা সচিব মুফতি জয়নুল আবেদীন, সংগঠক মাওলানা মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, লুৎফুর রহমান, মুজিবুর রহমান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রধান সংবাদ এর আরও খবর

মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার
নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা
পানছড়িতে  অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান পানছড়িতে অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান
ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত
ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার
রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন
‘আলোর পথে’র  মহিলা মাহফিল সম্পন্ন ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন
ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ  নিন দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন
রাঙামাটির রাজনগর ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ রাঙামাটির রাজনগর ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

আর্কাইভ