মঙ্গলবার ● ২ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত
ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। প্রথম দিনে কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে সারাদেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথম দিনে ৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় আবশ্যিক বাংলা ১ম পত্র ও দাখিলে কোরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫ টি কেন্দ্রে ১ হাজার ৯ শত ৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এর মধ্যে রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৬০১ জনের মধ্যে ৮ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪০ জনের মধ্যে ১৩ জন, ঘোড়াঘাট কে,সি পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি ৩১৫ জনের মধ্যে ৩ জন, রামেশ্বরপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ২৯৪ জনের মধ্যে ১৭ জন ও নুরজাহানপুর অব. সামরিক কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ২৪৭ জনের মধ্যে ৯ জন শিক্ষার্থী সহ মোট ৫০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার সহ অনেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঘোড়াঘাটে মহান মে দিবস-২০২৩ পালিত
ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে র্যালী ও আলোচনা সভা নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সোমবার (১ লা মে) সকাল সাড়ে ১০ টায় ঘোড়াঘাট থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ১৪২৫) এর আয়োজনে র্যালী বের হয়ে উপজেলার রানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সংগঠনের সাবেক সভাপতি মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শের আলী মীর সহ আরও অনেকে। পরে সংগঠনের সদস্য ও উপস্থিত লোকজনের মাঝে তবারক বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০ টায় ঘোড়াঘাট থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালী বের করে রানীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 