বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাউজানে ৮ ডাকাত গ্রেফতার
রাউজানে ৮ ডাকাত গ্রেফতার
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: গত ২৮ অক্টোবর রাউজান পৌরসভার সুলতানপুর ছত্রপাড়ায় প্রবাসী সরোয়ার চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল। গত ২১ নভেম্বর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি নিয়ে অভিযান করে উদ্ধার করা হয় নগদ ৫ লক্ষ টাকা, ডাকাতির স্বর্ণালংকার বিক্রয়ের এক লাখ ৯৯ হাজার টাকাসহ সর্বমোট-ছয় লাখ ৯৯ হাজার টাকা। র্যাব-৭ এর সিনিয়র পরিচালক(মিডিয়া) নুরুল আবসার বলেছেন তাদের চৌকষ আভিযানিক দল ডাকাত দলটিকে ধরতে প্রথমে অভিযান পরিচালনা করে রাউজান গহিরা সিপাহী ঘাট এলাকার একটি বাড়িতে। এখানে একটি বাসা থেকে আটক করা হয় মুছা নামের এক ডাকাতকে। বাসাটিতে তল্লাশী করে ডাকাতির নগদ ০৫ লক্ষ টাকা। পরে বিপ্লব চন্দ্র সাহা (৩৮) নামের এক জুয়েলার্সের দোকানীকে গ্রেফতার করে ডাকাতির ৪৬ ভরি স্বর্ণালংকার ও কয়েন বিক্রি করা এক লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করে। জানা যায়, ডাকাত মুছার দেয়ার তথ্য অনুসারে রাউজান-হাটহাজারীর বিভিন্নস্থান থেকে গ্রেফতার করা হয় সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল, খোরশেদুল আলম (২৮), সাজ্জাদ হোসেন (২৭), মোঃ বাপ্পি (২৬), সজল শীল (২৭) ও মোঃ ইদ্রিস প্রকাশ কাজল দে (৩৪)’কে। অভিযানে জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত গ্রিল কাটার যন্ত্র, ছোরা, টর্চ লাইটসহ বিভিন্ন জিনিষপত্র। ডাকাতদের রাউজান থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ভোর রাতে প্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরীর পাকা ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দল প্রবেশ করে। তারা প্রবাসীর পিতা মোহাম্মদ আলী চৌধুরীকে হাত পা বেঁধে নগদ টাকাসহ ৭০ ভড়ি স্বর্ণ লুটে নিয়েছিল। ঘটনার পর প্রবাসী সরোয়ার চৌধুরী বাদী ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করেছিল।
রাউজানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ
রাউজান :: রাউজানের কাপ্তাই মহাসড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। ২৩ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দমদমা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে, পাহাড়তলী থেকে মোটরসাইকেল নিয়ে নোয়াপাড়া যাওয়া পথে অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দুই মোটরসাইকেল আরোহীকে। তারা হলের পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া গ্রামের আবদুল গফুরের পুত্র আজিজুল হাকিম নুরি (২৭) ও রাঙ্গুনিয়ায় উপজেলার বেতাগী ইউনিয়নের মো: রেজাউল (২৫)। স্থানীয় চেয়ারম্যান মো রোকন উদ্দিন জানান, কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মধ্যে ঘটনা ঘটছে। আহতরা এভারকেয়ার হাসপাতাল ও পাইওনিয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। গাড়িদুটি উদ্ধার করেছে চুয়েট পুলিশ ফাঁড়ি।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 