বৃহস্পতিবার ● ২৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » নৈরাজ্যে মানুষ পুরোপুরি অসহায় : সাইফুল হক
নৈরাজ্যে মানুষ পুরোপুরি অসহায় : সাইফুল হক
ঢাকা :: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে নিজেদের সীমাহীন ব্যর্থতা আড়াল করা যাবেনা।
বাজারের নৈরাজ্যে মানুষ পুরোপুরি অসহায়।
বাজার সিন্ডিকেট আর সরকার এখন একাকার। বাঁচার দাবিতে শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ডাক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সরকার ও বাজার সিন্ডিকেট দেশের মানুষকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আন্তর্জাতিক বাজার দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখা যাবেনা। বাজারের নৈরাজ্যে মানুষ পুরোপুরি অসহায়। বাজারের আগুন কোনভাবেই সরকারকে স্পর্শ করছে না।বাজার সিণ্ডিকেট আর সরকার এখন একাকার। কিন্তু বাজারের আগুন রাজপথে ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, দেশের মানুষকে সরকার আল্লার ওয়াস্তে ছেড়ে দিয়ে রেখেছে। বাজার সিন্ডিকেট প্রতিদিন ভোক্তাদের পকেট থেকে শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে। প্রচারসর্বস্ব তদারকি ব্যবস্থা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবেনা।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, কেবল দ্রব্যমূল্যের কারণে গত ক’মাসে ৫০ লক্ষাধিক মানুষ দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে।
তিনি গার্মেণ্টস শ্রমিকদের ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
আজ সকালে আশুলিয়ায় ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে শিল্পাঞ্চল কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর, তানিয়া আকতার লিমা, পবিত্র এববর, সজল হালদার প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ৯ - ১২ ডিসেম্বর পার্টির দশম কংগ্রেস সফল করার আহবান জানান।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 