রবিবার ● ১৬ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজান কদলপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন
রাউজান কদলপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ঐতিহ্যবাহী কদলপুর হামিদিয়া কামিল (এম.এ) মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন, অত্র মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনকারী গাজীয়ে দ্বীন ও মিল্লাত হযরত সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ) প্রতিষ্ঠাতা হযরত আমিনুল হক চৌধুরী (রহ:) এর বার্ষিক ইসালে সাওয়াব, মরহুম পাতা, অভিভাবক, শুভাকাংখী, শিক্ষক ও কর্মচারীদের ইসালে সাওয়াব এবং মাদ্রাসায় কামিল হাদিস বিভাগে পাঠদানের অনুমতি লাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৫ অক্টোবর শনিবার মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। মাদ্রাসার অধ্যক্ষ হফেজ মুহাম্মদ আবু জাফর সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার শাইখুল হাদীস হযরতুল আল্লামা সোলাইমান আনচারী (ম:জি:আ), বিশেষ অতিথি দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (ম:জি:আ:), রফিক উদ্দিন আহমেদ চৌধুরী, মো. তছলিম উদ্দিন চৌধুরী, মাদ্রাসার সদস্য আলহাজ্ব এস.এম খালেদ আনচারী, মুরাদুল হক চৌধুরী, মাও: আবু তৈয়ব শাহ, আলহাজ্ব মাও: কাজী মোয়াজ্জেম হোসেন, আবু তৈয়ব বাবুল, মোহাম্মদ আবদুচ ছালাম ও ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ড. লেয়াকত আলী, অধ্যক্ষ আবু তাহের, অধ্যক্ষ ইসমাঈল নুমানী, অধ্যক্ষ নুরুল মোনাওয়ার চৌধুরী, অধ্যক্ষ রফিক আহমদ ওসমানী, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ইলিয়াছ নুরী, অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, অধ্যক্ষ আবদুল মন্নান চৌধুরী, অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ এরশাদুল আলম, অধ্যাপক হারুনুর রশিদ, ছৈয়দ ছালেহ জংগী মাওঃ কাজী নজরুল ইসলাম, মাও; ফখরুল আলম, মো. শাহ আলম, আয়শা বেগম, মাও: মঞ্জুরুল ইসলাম, মাও: রফিক উদ্দিন, মাওঃ রুহুল আমিন, মো. আবু তালেব, খন্দকার জিয়াউর রহমান, মাও: শরফুন্নেছা, মাও: তৈয়বুন্নেছা রাবেয়া, আসমাউল হুছনা পিরা, মাও হারুনুর রশিদ, মাও শাহেদুল ইসলাম, মো. নুরুল আলম, মো. আজাদ উদ্দিন, মো. তানবীর হাছান চৌধুরী, মাও: ছৈয়দুল আলম, মাও: মামুনুর রশিদ, মাও: তৌহিদুল আলমসহ প্রমুখ।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 