মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » নবীগঞ্জে সড়কের পাশে পৌরসভার বর্জ্য হুমকীতে জনস্বাস্থ্য
নবীগঞ্জে সড়কের পাশে পৌরসভার বর্জ্য হুমকীতে জনস্বাস্থ্য
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ পৌরসভার হবিগঞ্জ রোডের নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়কের পাশে অপরিকল্পিত ভাবে পৌরসভা কর্তৃপক্ষ থেকে ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা। ময়লা-আবর্জনার বিশাল স্তুপ দূর থেকে দেখলে পাহাড় মনে হবে। প্রতিনিয়ত সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীরা নাক বন্ধ করে চলাচল করছে। বিশেষ করে অসুস্থ রোগীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত নবীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর খেতাব অর্জন করলেও ময়লা আর্বজনার নির্ধিষ্ট কোন স্থান না থাকায় যত্রতত্র স্থানে, রাস্তার পাশে ফেলা হয়। ফলে এ সব এলাকার বসবাসরত লোকজনসহ পথচারীরা স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছেন।
বর্তমানে নবীগঞ্জ পৌরসভার বর্জ্য শহরতলীর চরগাঁও রাস্তা হতে হবিগঞ্জ সড়কে সংযোগ বাইপাস সড়কে ফেলা হচ্ছে। পাশে রয়েছে বাসা বাড়ি, সরকারী হাসপাতাল এর কোর্টারসহ বাশঁ বাজার। বর্জ্য ফেলার ওই স্থান থেকে প্রায় ১০০ মিটার দূরেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মসজিদ অবস্থিত। প্রতিদিন ওই সড়ক দিয়ে অসুস্থ রোগীসহ অগণিত লোকজনের চলাচল রয়েছে। ফলে এলাকাবাসী এবং পথচারীদের দুর্গন্ধের কারণে সড়কটি দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। নাকে রুমাল দিয়ে ওই স্থান অতিক্রম করতে হয়। কোন অসুস্থ রোগী এই এলাকা পার হতে গেলে অনেক সময় বমি করে ফেলে। রাস্তার পাশে খোলা স্থানে ময়লা-আবর্জনা ফেলার ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে বিশেজ্ঞরা মনে করেন।
এছাড়া শহরের অন্যান্য সড়কের পাশে ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা। এসব জনসমাগম এলাকা থেকে দূরে কোন নির্জন স্থানে এই বর্জ্য ময়লা-আর্বজনা ফেলার ব্যবস্থা করা খুবই জরুরি। তা না হলে এর আশেপাশে বসবাসরত মানুষরা বিশেষ করে শিশুরা অচিরেই কঠিন ব্যধিতে আক্রান্ত হয়ে পড়বে। এ বিষয় উত্তরনে অচিরেই পৌরসভা কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- নিদিষ্ট স্থান না থাকায় এখানে বর্জ্য ফেলতে হয়ে। অচিরেই পৌরসভা কর্তৃক জায়গা নির্ধারণ করে ময়লা আর্বজনা সড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
হিমেল হবিগঞ্জ জেলার শ্রেষ্ট এসএমসি সভাপতি
নবীগঞ্জ :: হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয়শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয়(এস এমসি)স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ অক্টোবর সোমবার বিকালে এ ঘোষণা দেয়া হয়।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে দীর্ঘদিন যাবত সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলায় এবং পরবর্তীতে জেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হলো।
প্রাথমিক বিদ্যালয়(এস এমসি)স্কুল ম্যানেজিং কমিটির হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হিমেল আগামীদিনে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় সকলের সহযোগীতা কামনা করেন।
নবীগঞ্জে সারের দোকানে অভিযান ৯ হাজার টাকা জরমিানা
নবীগঞ্জ :: নবীগঞ্জে সারের দোকানে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরমিানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার নেতৃত্বে মোবাইল র্কোট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়। ১০ অক্টোবর সোমবার নবীগঞ্জ উপজলোর কয়েকটি সারের দোকানে মোবাইল র্কোট পরচিালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের ক্যাশ মেমোসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলমের প্রসিকিউশন সহায়তায় সংশ্লষ্টি আইনের বিভিন্ন ধারায় নবীগঞ্জ বীজঘরকে ৫ হাজার টাকা, মের্সাস চিত্ত রঞ্জন স্টোরকে ২ হাজার টাকা এবং মের্সাস চক্রর্বতী স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়। নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল র্কোট পরিচালনায় সহযোগতিা করনে।
এ বিষয়ে কৃষি অফিসার মাকসুদুল আলম জানান, নবীগঞ্জ উপজলোয় চাহিদানুযায়ী সারের র্পযাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 