মঙ্গলবার ● ১৬ আগস্ট ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশিষ্ট রাজনীতিবিদ মাসুদ খান আর নেই
বিশিষ্ট রাজনীতিবিদ মাসুদ খান আর নেই
লন্ডন ১৫ আগস্ট, ২০২২ : সিলেটের বিয়ানীবাজার মাথিউরা পূর্বের হাজী হাশির খানের ছেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ মাসুদ খান আজ ১৫ আগস্ট সোমবার সকাল ৭টায় রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। মাসুদ খান স্ত্রী, আট সন্তান ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার রয়্যাল লন্ডন হাসপাতালে দুপুর দেড়টায় মরহুমের নামাজে জানাজা শেষে তাকে লন্ডনের ফরেস্ট গেট উডগ্রেঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
মরহুম মাসুদ খান একজন মানবদরদী ও অত্যন্ত বিনয়ী ব্যক্তি ছিলেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের সিলেটে তিনি হাজার, হাজার মানুষকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য-সহযোগিতা করেছেন। মরহুম মাসুদ খান সিলেট ও লন্ডনে বহু মসজিদ স্থাপনসহ নানা ধরনের জনহিতকর সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব মাসুদ খান বিয়ানিবাজারের দেউলগ্রামের লন্ডনপ্রবাসী বিকল্পধারার যুক্তরাজ্য শাখার সভাপতি, লিবডেমের রেডব্রিজ স্থানীয় শাখার নির্বাহী সদস্য ও লেখক আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিনের আপন খালাতো ভাই।
মাসুদ খানের মৃত্যুতে বিকল্পধারা ও লিবডেম নেতা অহিদ উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব মাসুদ খান শুধুমাত্র আমার খালাতো ভাই-ই ছিলেন না, তিনি লন্ডনে আমার অভিভাবকও ছিলেন। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি সবসময় আমার ও আমার পরিবারের খোঁজ-খবর রাখতেন।
অহিদ উদ্দিন মরহুমের রুহের মাগফেরাৎ কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 