সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী ২৮ জুলাই দেশবাসীর কাছে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরা হবে
আগামী ২৮ জুলাই দেশবাসীর কাছে গণতন্ত্র মঞ্চের রূপরেখা তুলে ধরা হবে
ঢাকা :: সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ আগামী ২৮ জুলাই ২০২২ দেশবাসীর কাছে মঞ্চের রাজনৈতিক রূপরেখা প্রকাশ করবে।ইতিমধ্যে মঞ্চের রূপরেখা নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে।
গতরাতে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার দেশকে গভীর অনিশ্চয়তা ও ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে। উন্নয়নের কথা বলে তারা তাদের সকল অন্যায়, অপরাধ ও গণবিরোধী দুষ্কর্মকে আড়ালে রাখতে চায়। কোন পর্যায়ে সরকারের কোন জবাবদিহিতা না থাকায় তাদের দম্ভ, অহমিকা ও স্বেচ্ছাচারীতাও সকল সীমা অতিক্রম করেছে। সম্ভাবনাময় একটা দেশ ও জনগোষ্ঠীকে হিংসা, ঘৃণা ও প্রতিশোধাত্বক কৌশলে তারা বিভক্ত করে ফেলছে। জনম্যান্ডেটবিহীন এই সরকারের কাছে দেশ ও জনগণের কোন গণতান্ত্রিক ভবিষ্যৎ নেই।
নেতৃবৃন্দ, এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বতীকালীন গঠন ও দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার উদাত্ত আহবান জানান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর চৌধুরী দীপু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দীন পাটোয়ারী , রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী এডভোকেট হাসনাত কাইয়ুম, মঞ্চের কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,হাবিবুর রহমান রিজু, রাশেদ খান, বাচ্চু ভূঁইয়া, আকবর খান,এডভোকেট গিয়াসউদ্দিন, হাবিবুর রহমান, এডভোকেট জাবির, মাহবুব মুকুল, সাকিব আনোয়ার ও ফারুক হাসান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ বন্যাদুর্গত অঞ্চলসমূহে বানভাসি অধিকাংশ মানুষের কাছে এখন ও সরকারের ত্রাণ সামগ্রীর কিছুই পৌঁছেনি, সরকারের বন্যা পরবর্তী পুনর্বাসনেরও কোন তৎপরতা নেই।নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে দূর্গত অঞ্চলে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করতে সরকারের প্রতি আহবান জানান।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 