শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » নজিরবিহীন কৃষক আন্দোলনের সাফল্যে ভারতের কৃষক জনতাকে অভিনন্দন
নজিরবিহীন কৃষক আন্দোলনের সাফল্যে ভারতের কৃষক জনতাকে অভিনন্দন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৯ নভেম্বর গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ভারতে বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার কৃষি ও কৃষক বিরোধী বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেবার ঘোষণাকে ভারতের কৃষক জনতার “ঐতিহাসিক বিজয় ” হিসাবে আখ্যায়িত করেছেন এবং ভারতের হার না নানা কৃষকদেরকে তিনি অভিনন্দন জানিয়েছেন। ভারতের স্বাধীনতার পর এটা কৃষক জনতার এক গুরুত্বপূর্ণ সাফল্য।
তিনি উল্লেখ করেন, কৃষি পণ্যের লাভজনক ন্যূনতম মূল্য নিশ্চিত,কৃষি বাজারে খোদ কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সমগ্র কৃষিতে বাবসায়ী করপোরেটদের দৌরাত্ম বন্ধে এই সিদ্ধান্ত যুগান্তকারী হিসাবে বিবেচিত হবে।
তিনি উল্লেখ করেন, গতবছরের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী সরকারের কৃষি ও কৃষক বিরোধী তিনটি কালো আইনের বিরুদ্ধে পাঞ্জাব,হরিয়ানা, উত্তর প্রদেশ মহারাষ্ট্রসহ গোটা ভারত জুড়ে যে কৃষক আন্দোলনের সুত্রপাত হয়েছিল রাষ্ট্রীয় সহিংসতা, বিভেদ বিভাজনসহ সরকারের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলা করে সরকারকে নতি স্বীকারে বাধ্য করানো ভারতের গণতান্ত্রিক আন্দোলনের এক বড় মেইলফলক।এই বিজয় ভারতের পরিবর্তনকামী প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির আত্মবিশ্বাসও অনেকখানি বাড়িয়ে দেবে।
তিনি এই নজিরবিহীন শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণহারানো শতাধিক কৃষকদের আত্মদানের প্রতিও শ্রদ্ধা জানান।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখন ভারতে বিভেদ ও বিভাজন সৃষ্টিকারী এন আর সি ও সি এ বিলও প্রত্যাহার করে নেয়া হবে।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 