বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে : টিপু
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে : টিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু এক বিবৃতিতে বলেছেন, করোনা মহামারির কারণে এমনিতেই দেশের অর্থনীতি তীব্র সংকটে জর্জরিত। তার উপর সরকার দলীয় বাজার সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তে জনজীবনে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। সরকারের ঘোষণা অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে পনর টাকা বাড়ার ফলে দেশের অর্থনীতি নতুন করে আরও একবার চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে দেশের মানুষ মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো অসহায় অবস্থায় নিপতিত হবে।
তিনি বলেন, সরকার দলীয় মন্ত্রী এমপিদের দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্ধেকের বেশী মানুষ ইতোমধ্যেই দরিদ্রসীমার নিচে নেমে এসেছে। তার উপর জালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দেশের কৃষিশিল্প, বিদ্যুৎ, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে আরও ভয়াবহ স্থবিরতা নেমে আসবে। কৃষি উৎপাদন কমলে জনজীবনে হাহাকার নেমে আসবে। এমতাবস্থায় কোনভাবেই ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বরদাস্ত করা যায়না।
আবু হাসান টিপু আরও বলেন, জ্বালানি ও খনিজ স¤পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে “বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে’ এই দাবী করে ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বললেও প্রকৃত চিত্র ভিন্ন। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বলছে আজকেও ভারতে ডিজেলের দাম ১১.৭৫ রুপি কমে ৮৬.৬৭ রুপিতে বিক্রি হচ্ছে। বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হতেই বিশ্ব জুড়ে কমতে শুরু করেছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমে এসেছে।
তিনি বলেন সরকারের এই গতানুগতিক ও মনগড়া ‘আন্তর্জাতিক বাজারের দোহাই ও লোকসানের অজুহাত’ ছুড়ে ফেলে অবিলম্বে ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 