শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে : জাকের পার্টি
নির্বাচনে পেশী শক্তি ও কালো টাকার প্রভাব দূর করতে হবে : জাকের পার্টি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: নির্বাচনে পেশী শক্তি, কালো টাকা ও চাঁদাবাজদের প্রভাব গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। এসব অপশক্তি রাজনৈতিক ক্ষেত্রকে দখল করে জনগণের ভোটাধিকারকে বিপন্ন করছে। তাই আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণকে সজাগ থাকতে হবে এবং চাঁদাবাজ, সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করতে হবে। তারা বলেন, ভোটের মাধ্যমে সৎ, নৈতিক ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা না হলে দেশ কখনো প্রকৃত গণতন্ত্রের পথে এগোতে পারবে না। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তি, সত্য ও মানবতার রাজনীতি ছড়িয়ে দিতে হবে প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত। বৃহস্পতিবার বিকেল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে মগটুলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে অনুষ্ঠিত জনসভায় বক্তারা এসব কথা বলেন।
জনসভায় জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্র-ছাত্রী ফ্রন্টসহ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জনসভায় জাকের পার্টি নেতৃবৃন্দরা আরো বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, বিতর্কমুক্ত, গ্রহনযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের অন্যতম অন্তরায় পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই পেশী শক্তি ও কালো টাকার প্রভাব চিরতরে নির্মূল করতে হবে। যদি তা করা যায়, তাহলে সৎ, যোগ্য, স্বচ্ছ ও শুভ চিন্তা চেতনার অধিকারী এবং জনগনের প্রতি দায়বদ্ধতার মানসিকতাসম্পন্ন মেধাবীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে পাল্টে যাবে জনবিবর্জিত গতানুগতিক নির্বাচনী সংস্কৃতি। সত্যিকারের যোগ্যদের নিয়েই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা হবে। ৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন একটিবার জাকের পার্টিকে সুযোগ দিয়ে দেখুন। সৎ মানুষকে ভোটদিন। গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।
বক্তারা আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সংস্কার এবং ইসলামের উদারনৈতিক মানবিক আদর্শে সকলকে ঐক্যবদ্ধ করে সুদিন ফিরিয়ে আনতে চায়।
জাকের পার্টি মগটুলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা উত্তর সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।
জাকের পার্টি ময়মনসিংহ ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি এখলাছ উদ্দিন, জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জাকের পার্টি ময়মনসিংহ জেলা যুব ফ্রন্টের সভাপতি নান্টু সুত্রধর, সাধারণ সম্পাদক আল আমিন, ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদিকা লতিফা বেগম মনি, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মতিউর রহমান, যুব ফ্রন্টের সভাপতি আব্দুল আজিজ তুষার, ছাত্রী ফ্রন্টের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভা নেত্রী সুবর্ণা আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন 