সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ড.তোফায়েল ব্যক্তিগত সুবিধা নিতে নিজের মাথা ও আত্মা বিকিয়ে দেননি
ড.তোফায়েল ব্যক্তিগত সুবিধা নিতে নিজের মাথা ও আত্মা বিকিয়ে দেননি
আজ সোমবার ১৩ অক্টোবর বিকালে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের স্মরণসভার প্রধান অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে ড. তোফায়েল আহমেদ মৌলিক কাজ করেছেন।আগামী বহু দশক তাঁর শুণ্যতা অনুভূত হবে।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।সুজনের কাজসহ জন অধিকার সংশ্লিষ্ট নানা অসাধারণ কাজেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। একাডেমিক ক্ষেত্রেও তিনি সুনাম অর্জন করেছেন।
স্মরণসভার বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যখন দেশ ও জনগণের জন্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের সবচেয়ে বেশী দরকার ছিল তখন তাঁর আকস্মিক চলে যাওয়াটা অপূরনীয় ক্ষতি। স্থানীয় সরকার সংস্কার কমিশন ও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসাবে তিনি বেশ কিছু উদ্যোগ মৌলিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, তাঁর দীর্ঘ পেশাদার জীবনে তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন।তিনি অন্য অনেকের মত ব্যক্তিগত সুবিধা নেয়ার জন্য নিজের মাথা ও আত্মাকে বিকিয়ে দেননি।তিনি তাঁর উত্তরাধিকার এগিয়ে নেয়ার আহবান জানান।
উত্তরায় ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুর নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের সদস্যসচিব বাবর চৌধুরী, কবি লেখক বিএম মঞ্জুরুল আলম, মেজর (অব)আনিসুর রহমান, মোহাম্মদ ইয়াসিন, শাহাবুদ্দিন আহমেদ, শাহিদা বেগম প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুমের জন্য দোয়া করা হয়।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 