বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » হত্যা মামলার আসামী কুষ্টিয়ার কাউন্সিলর কৌশিক গ্রেফতার
হত্যা মামলার আসামী কুষ্টিয়ার কাউন্সিলর কৌশিক গ্রেফতার
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট ২০২৪ তারিখে বাবু হত্যা মামলার আসামি কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কৌশিক আহমেদ ওরফে বিচ্ছুকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়া রফরশাহের মাজারের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিচ্ছুর বাবার নাম মো: মিজানুর রহমান (মুন্না), তিনি কুষ্টিয়া শহরের আড়ুয়া পাড়ার বাসিন্দা ও টাইগার আলমের ভাস্তে।
প্রশাসনের একাধিক গোয়েন্দা সূত্রে যানা যায়, এই কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু শীর্ষ চরমপন্থী থেকে আওয়ামী লীগ নেতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনী কালুর মাস্টারমাইন্ড কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার দুর্বাচারা গ্রামের জাহাঙ্গীর কবির লিপটনের একান্ত ঘনিষ্ঠজন। দীর্ঘ ১৫/১৬ বছর ধরে লিপ্টন তার ক্যাডার বাহিনী ও দলীয় ক্ষমতার প্রভাবে তার বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারেনি। গত ৬ জুন তিন সহযোগী সহ একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লিপটনকে আটক করে কুষ্টিয়ার সেনাবাহিনীর একটি আভিযানিক দল। তবে সেনা বাহিনী তার অস্ত্র ভান্ডারের ৫% অস্ত্রও উদ্ধার করতে পারে নাই বলে তারা জানান। এই লিপটন ও কালুর নেতৃত্বে কুষ্টিয়া শহর নিয়ন্ত্রনের দায়িত্ব পেয়েছিল কৌশিক আহমেদ ওরফে বিচ্ছু। যে কারনে বিচ্ছু এত বেশী বেপরোয়া হয়ে উঠেছিল যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দীর্ঘ ১৫ বছর ধরে তার অত্যাচারে ভোগান্তির শিকার হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি গ্রেফতার এড়াতে সক্ষম হন। অবশেষে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রফরশাহের মাজারের কাছ থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) জানিয়েছেন, গ্রেফতারকৃত কাউন্সিলর কৌশিক আহমেদ বিচ্ছুর বিরুদ্ধে পূর্বের মামলাগুলো পুনরায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উলেখ্য, কৌশিক আহমেদ বিচ্ছু দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। আ’লীগ নেতা ও পৌর কাউন্সিলরের পরিচয়কে ঢাল বানিয়ে তিনি নানা অপকর্ম চালিয়ে গেলেও শেষ পর্যন্ত আইনের জালে ধরা পড়লেন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 