শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণঅভ্যুত্থানের শরীকদের রাজনৈতিক মতপার্থক্য এখন রাজপথে নিরসন করা যাবেনা
গণঅভ্যুত্থানের শরীকদের রাজনৈতিক মতপার্থক্য এখন রাজপথে নিরসন করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের অংশীজনদের রাজনৈতিক মতপার্থক্যের সমাধান রাজপথে মীমাংসা করা যাবেনা।টেবিলের আলোচনাকে রাজপথ দখলের প্রতিযোগিতায় পর্যবসিত করা সমিচীন হবেনা।এটা করতে চাইলে রাজনৈতিক প্রতিযোগিতা হিংসাশ্রয়ী বিভক্তি ও বিভাজন আরও বাড়িয়ে তুলবে।অন্য কোন পক্ষ এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করতে পারে।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারীর নির্বাচন যদি কোন কারনে অনিশ্চিত হয়ে পড়ে তাহলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তাও বহুমাত্রিক ঝুঁকির মুখে পড়বে।
আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকায় পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। বাসযোগ্য ঢাকা- নিরাপদ ঢাকা এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধ, বিনামূল্যে চিকিৎসাসহ নগরের নানাবিধ সমস্যা সমাধানের দাবীতে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা জননেতা সাইফুল হক।
তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের কোন অভিভাবক আছে বলে মনে হয় না। সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিলেও তেমন কোন ভূমিকা পালন করতে দেখছি না। ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের কোন কার্যকরী উদ্যোগ নাই। শত শত মানুষ ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটছে, সেখানে কোন সুচিকিৎসার ব্যবস্থা নেই। যানজট নিরসনের কোন ব্যবস্থা নেই। চুরি- ডাকাতি ছিনতাই বহুগুনে বেড়ে গেছে। রাত ১০ টার পর কোন নারী এখন আর ঘর থেকে বের হতে চায় না নিরাপত্তার অভাবের কারণে।
তিনি আরো বলেন, সরকার মূলত দেশ চালাতে পারছেন না। ২৪ এর গণহত্যার বিচারকাজ চলছে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কাজও চলছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যেটুকু ঐকমত্য পৌঁছানো গেছে তাকে ধরেই জুলাই সনদ স্বাক্ষর করে নির্বাচনের দিকেই মনোযোগ দেওয়া দরকার।
তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রফেসর মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন। তিনি বলেছেন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসের প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখের মধ্যেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তিনি সেটা নিশ্চিত করার আহ্বান জানান।
ঢাকা মহানগরের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মুশতাকের সভাপতিত্বে সাইফুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, ঢাকা মহানগরের নেতা যুবরানী আলী জুয়েল, সালাউদ্দিন , আরিফুল ইসলাম আরিফ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড হয়ে বিজয় নগর এসে পদযাত্রা শেষ হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 