রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ
ক্রমবর্ধমান নৈরাজ্য সামাজিক হতাশারও বহিঃপ্রকাশ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারীতার সুযোগে দেশকে আইয়েমে জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেবার চেষ্টা করছে।তিনি রাজবাড়ীতে কথিত তৌহিদী জনতার নামে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন, বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্বিতীয় কোন নজির নেই।তিনি ধর্মের নামে এই ধরনের অধর্মের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মানুষদের সোচ্চার হবার আহবান জানান।
তিনি চট্টগ্রামের হাটহাজারী সহ দেশের নানা যায়গায় ছড়িয়ে পড়া সংঘাত সংঘর্ষ ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এইসব নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ।
আজ রবিবার বিকালে পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির স্বেচ্ছাসেবক বিভাগের প্রধান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, স্বেচ্ছাসেবক বিভাগের সদস্য আইয়ুব আলী, বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, ফায়েজুর রহমান মনির, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
সভার শুরুতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 