রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাকসুর সাবেক ভিপি নুরের উপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ডাকসুর সাবেক ভিপি নুরের উপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
স্টাফ রিপোর্টার :: ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি ছাত্র-জনতার উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এই মিছিলটি আয়োজন করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির সাহসী যোদ্ধা নুরুল হক নুরের উপর যৌথবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে।
মিছিলটি রাঙামাটি শহরের বনরুপা আলিফ মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় (কোর্ট বিল্ডিং) হয়ে আবার বনরূপায় এসে সমাপ্ত হয়।
ছাত্র, যুবক, শ্রমজীবী ও সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন,“যৌথবাহিনীর বর্বরোচিত হামলা শুধু নুরুল হক নুরের উপর নয়, বরং এটি গোটা গণতন্ত্রকামী আন্দোলনের উপর নগ্ন আঘাত। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
হামলার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি সম অধিকারের আন্দোলন এর জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কস পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী ছাত্র শিবির রাবিপ্রবির সভাপতি মো. সাউবান, এনসিপি রাঙামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো. ইমাম হোসাইন ইমু, রাঙামাটি গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান ও সমাপনী বক্তব্য রাখেন রাঙামাটি গণ অধিকার পরিষদের আহ্বায়ক এম.এ বাসার।
সমাপনী বক্তব্যে এম.এ বাসার বলেন, এই হামলা গোটা জনগণের উপর হামলা। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে আন্দোলনে শামিল হতে হবে।
জুলাইয়ের পক্ষে সবাইকে এক হতে হবে।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 