
মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » কাউখালীতে দুদকের আয়োজনে বিতর্ক রচনা প্রতিযোগিতা
কাউখালীতে দুদকের আয়োজনে বিতর্ক রচনা প্রতিযোগিতা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভুদ্বকরণের লক্ষে এক বিতর্ক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার ১৯ আগস্ট দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিতর্ক রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী উপলক্ষে এক আলোচনা সভা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলী আহমদ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দূর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক রাজু আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাওলানা মো. ছানা উল্লাহ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন সৃজনী স্কুল এন্ড কলেজ প্রিন্সিপাল নন্দিতা চৌধুরী।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ প্রভাষক মুহাম্মদ আফিফুর রহমান, প্রভাষক মুহাম্মদ সেলিম উদ্দিন, প্রভাষক মো. সাহাব উদ্দিন সহ স্থানীয় গন মাধ্যম কর্মীগন, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় উপজেলার ৪ টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করেন। তার মধ্যে ২ টি উচ্চ বিদ্যালয় ফাইল রাউন্ডে অংশ গ্রহণ করেন। বিদ্যালয় গুলি হলো পোয়া পাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, বেতবুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় দল। রানার আপ হন পোয়া পাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয় দল।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন রাঙামাটি জেলা দূর্নীতি দমন কমিশন সমম্বিত কার্যালয়।
পরে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।