শিরোনাম:
●   ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ●   জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ ●   কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন ●   রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা ●   অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা ●   রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার ●   রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা ●   জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে ●   পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব ●   অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবে না ●   কঠোর গোপনীয়তায় তাড়াহুড়ো করে টার্মিনাল সংক্রান্ত চুক্তি দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে ●   ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে প্রত্যাশার নির্বাচন হবেনা ●   কঠোর গোপনীয়তায় তাড়াহুড়ো করে টার্মিনাল সংক্রান্ত চুক্তি দেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে ●   রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি ●   জুলাই সনদ আদেশ সংশোধন করে কেবল মতৈক্যের বিষয়গুলো গণভোটে দিন ●   সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত ইতিবাচক হলেও গণভোটের লক্ষ্য অর্জিত হবে কিনা সন্দেহ রয়েছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উত্তর কমিটি গঠন : আহবায়ক কনিষ্ট, সদস্য সচিব বাবু ●   রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম
ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ন ১৪৩২

Daily Sonar Bangla
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
প্রথম পাতা » ছবি গ্যালারী » আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
৫৯৩ বার পঠিত
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১

--- হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: গত ১১ জুন আলীকদমের শামুক ঝর্ণা দেখতে পর্যটক গ্রুপের ২২ জনের মধ্যে এক জনের লাশ ১২ জুন ভোর ৪টার সময় পাওয়া গিয়েছিলো ফরেস্ট অফিস ঘাটে। নিখোঁজ ছিলো ২জন। আজ শুক্রবার (১৩ জুন, ২০২৫) সকাল ১০টায় উপজেলার তৈন খাল এলাকার আমতলী ঘাট থেকে স্মৃতি আক্তার (২০) নামে নিখোঁজ হওয়া আরো একজনের লাশ থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোঃ হাসান চৌধুরী শুভ (২৯) নামের একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোঃ হাসান চৌধুরী শুভ ছিলেন ট্যুর গ্রুপের কো-হোস্ট। স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোঃ হাবিবুর রহমান ও রুপিয়া আক্তারের কন্যা। উদ্ধার হওয়া স্মৃতি আক্তার লাশ তাঁর সফরসঙ্গী পর্যটকরা শনাক্ত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯/০৬/২০২৫ তারিখে ৩৩ সদস্যের একটি পর্যটক দল “ট্যুর এক্সপার্ট গ্রুপ” এর মাধ্যমে আলীকদমে আসে। এই ট্যুর গ্রুপের এডমিন ছিলেন বর্ষা আক্তার। ১১ জুন ৩৩ জনের দলটি দুটি দলে ভাগ হয়ে গত ১১ জন চলে যায় ক্রিসতং অভিযানে এবং ২২ জনের দলটি উপজেলার তৈন খাল এলাকার সামুক ঝিরি ঝর্ণা দেখতে যায়। ঝর্ণা দেখতে গিয়ে হঠাৎ বারী বর্ষনের ফলে পাহাড়ি ঝিরিতে প্রবল শ্রোতের সৃষ্টি হয়। আর এই পাহাড়ি শ্রোতের কবল পড়ে নিখোঁজ হয় তিন পর্যটক।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মুমিন নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। আলীকদম থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া স্মৃতি আক্তারের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
৩জন পর্যটকের মৃত্যু কি শুধুই কাকতালীয়?
থানায় হাজির হওয়া পর্যটকরা জানিয়েছেন, ঝর্ণা দেখতে গিয়ে হঠাৎ বারী বর্ষনের ফলে পাহাড়ি ঝিরিতে প্রবল শ্রোতের সৃষ্টি হয়। আর এই পাহাড়ি শ্রোতের কবল পড়ে নিখোঁজ হয় তিন পর্যটক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা প্রশ্ন।
১. এডমিনের পূর্ব ইতিহাস ও রহস্য:
বিগত ২০২২ সালের ১২ আগস্ট আলীকদম উপজেলার তৈনখাল এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছিল। আশ্চর্যজনকভাবে, সে সময় রাফির স্ত্রী বর্ষা আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই বর্ষা আক্তারই এবারের ৩৩ জনের ট্যুর গ্রুপের মূল অ্যাডমিন। প্রশ্ন উঠছে, কেন দুটি ঘটনাই বর্ষা আক্তারের গ্রুপের সাথে ঘটলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, “আর কত লাশ চাই বর্ষা আক্তারের?
২. গাইডের অনুপস্থিতি:
থ¬ানায় উপস্থিত হওয়া ১৯ জন পর্যটকের দেওয়া ভাষ্য অনুযায়ী, ৩৩ জন পর্যটকের জন্য মাত্র একজন ট্যুরিস্ট গাইড ছিলেন, যার নাম সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। ঘটনার তিন দিন পরও সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা কেন থানায় হাজির হতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩. বিবস্ত্র মরদেহ উদ্ধারের কারণ:
সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে উদ্ধার হওয়া দুটি মরদেহের সম্পূর্ণ বিবস্ত্র অবস্থা। প্রশ্ন উঠছে, পাহাড়ি ঝিরি বা খালের প্রবল ¯্রােত থাকলেও তা কি একটি মরদেহকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলতে পারে? অনেকে মনে করছেন, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে এবং তা তদন্তের দাবি রাখে।
৪. পুলিশের ভাষ্য:
বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দন এর সাথে। তিনি জানান। পাহাড়ি ঝিরি খালের নদীপে প্রবল শ্রোত, গাছপালা ও পাথর থাকে। হতে পারে প্রবল শ্রোতের কারণে মরদেহগুলি বিবস্ত্র হয়ে গেছে। তিনি আরো বলেন, তদন্ত অব্যহত থাকবে। মরদেহগুলি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাকৃতির কারণ ছাড়া অন্য কোন কারণ থাকলে তা ময়না তদন্তে উঠে আসবে।
আলীকদমে পর্যটকদের একের পর এক এই ধরনের মৃত্যু এবং এর সাথে জড়িত নানা প্রশ্ন স্থানীয় প্রশাসন ও পর্যটন শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই ঘটনাগুলোর রহস্য উন্মোচন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।





ছবি গ্যালারী এর আরও খবর

ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব

আর্কাইভ