শিরোনাম:
●   নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন ●   পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি ●   গণঅভ্যুত্থান শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করেনি, শ্রমিকের কষ্ট লাঘব করেনি ●   বড়ুয়া সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কমিটি গঠন ●   গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি গঠন ●   গোপালগঞ্জে এনসিপির শান্তিপুর্ণ কর্মসূচীতে নিষিদ্ধ আ’লীগের হামলায় গনতন্ত্র মঞ্চের নিন্দা ●   নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায় ●   যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায় ●   গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আ’লীগের আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমটির নিন্দা ●   গত এক বছরে দেশের নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে, রাষ্ট্র ও সমাজে বৈষম্য ও দারিদ্র্য আরও প্রকট হয়েছে ●   গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা ●   বড়ুয়া সংগঠনের নর্বগঠিত কমিটির নেতৃবৃন্দ রাঙামাটি জেলা প্রশাসক সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৮ দফা দাবিতে স্মারকলিপি ●   ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তিটি বৈষম্যেভরা : বড়ুয়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ●   নির্বাহী বিভাগকে প্রাতিষ্ঠানিক নজরদারির মধ্যে রাখতে হবে ●   সংস্কার ও নির্বাচন ঝুলিয়ে দিতে নানা অপতৎপরতা চলছে ●   ধর্মীয় বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে অধিকারের কোন বৈষম্য করা যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ●   বিভক্তি বিভাজনের পাঁয়তারাকে রুখে দিতে হবে
ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

Daily Sonar Bangla
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামীলীগ জনগনকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে : হাসনাত আব্দুল্লাহ
প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামীলীগ জনগনকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে : হাসনাত আব্দুল্লাহ
১০২ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামীলীগ জনগনকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করেছে : হাসনাত আব্দুল্লাহ

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামীলীগ জনগনকে বঞ্চিত করে উন্নয়নের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা চাই বর্তমান সরকার যেন টাকাগুলো উদ্ধার করে এবং আওয়ামীলীগ সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে তা দ্রুতসময়ের মধ্যে আইনের আওতায় এনে অভ্যান্তরিন বিষয়গুলো জনগনের কাছে যেন উন্মুক্ত করে।

২৬ মে সন্ধ্যায় চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির বিবিরহাট বাসস্টেশন মুক্তিযোদ্ধা চত্বরের সামনে পথ সভায় তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী আমরা নাগরিকদের আশা আকাঙ্খা বাস্তবায়িত হয়নি।
আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন হয়নি। আপনারা দেখছেন আজ সচিবালয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগনের হোক। রাষ্ট্রীয় বাহিনীর হাতে আমাদের সন্তান আর মৃত্যুবরণ না করুক।
এ দেশে আর কোন ফ্যাসিবাদ না ফিরুক। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলের সকল নির্বাচন বাতিল করা হোক।
আমরা চাই যারা জনগনের প্রতিনিধিত্ব করবে তারা শুধু জনগনের কাছে দায়বদ্ধ থাকবে।
দুর্নীতি মুক্ত একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। তিনি সবার প্রতি এনসিপির সদস্য হওয়ার আহবান জানান।
এ সময় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তারা রাঙ্গুনিয়ার রোয়াজার হাট থেকে পথসভা শুরু করেছেন। এরপর রাউজান, হাটহাজারীতে সংক্ষিপ্ত কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেন।

বলতে বলতে দাবী আদায় হবে : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

ফটিকছড়ি :: চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন মত বিনিময় সভায় বিভিন্ন জনের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে বলেন,আপনাদের দাবী যৌক্তিক। আপনাদের বলতে হবে। বলতে বলতে দাবী আদায় হবে। জুলাই বিপ্লবের বাংলাদেশ। পজেটিভ বাংলাদেশ। একটু সময় লাগবে। পরিবর্তন অবশ্যই আসবে।
২৭ মে মঙ্গলবার তিনি সরকারি সফরে ফটিকছড়িতে আসলে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,মাদ্রাসা শিক্ষকের আইসিটি শিক্ষক দাবি যৌক্তিক। যেদিন শুনব কওমী মাদ্রাসা ও আলীয়া মাদ্রাসাতে বিজ্ঞানে সেরা হযেছে। সেদিন কিন্তু বাংলাদেশ সেরা হবে।
তিনি বলেন, ‘দেশের সাম্প্রতিক অগ্রগতি, সংস্কার ও অর্জন বিভিন্ন শ্রেণির নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে। সবকিছুকে জনবান্ধব করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বক্তাদের বিভিন্ন দাবী দাওয়ার বিষয়ে বলেন, সকলের দাবী ধিরে ধিরে পূরণ হবে। তবে উপজেলা ভেঙ্গে দুইটি হলে দাবীর ৪০ ভাগই পূরণ হয়ে যাবে।’
চট্টগ্রাম মহানগরী উত্তরে বাড়বে। তাই এটাকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম- হাটহাজার- নাজিরহাট সড়কের গুরুত্ব বাড়বে। যানযট মুক্ত হবে।

সফরের প্রথমে তিনি উপজেলার নারায়নহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শ করেন। তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার এবং ইউনিয়ন ভূমি কার্যালয় ভিজিট করেন। একই সময় তিনি নারায়ণহাট ডিগ্রি কলেজের সভায় যোগ দেন।
দুপুরে তিনি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন এবং নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। একই সঙ্গে নবনির্মিত উপজেলা মিলনায়তন ও ওয়াকওয়ে উদ্বোধন শেষে উপজেলার সরকারি কর্মকর্তা, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি আকিব হাসান মাহি, রায়হান, মজিবুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী, ইউপি প্রসাসনিক কর্মকর্তা মো. শওকত আলী, সুন্দরপুর মাধ্যামিক প্রধান শিক্ষক মফিজুর রহমান, মাস্টার নাজিম উদ্দীন,
মাদ্রাসা সুপার আ ও ম ফারুক হোসাইন, কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আরশাদ বিন জালাল,অধ্যক্ষ হোসেন শহীদ অহিদুল আলম,চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, শিক্ষা অফিসার ড. সেলিম রেজা প্রমুখ।

সফরের একটি বিশেষ অংশে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫ জনকে আর্থিক অনুদান ও চা-শ্রমিকদের জন্য নির্মিত ঘর হস্তান্তর এবং সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। মধ্যাহ্ন শেষে বিকেলে ফটিকছড়ি উপজেলা ভূমি কার্যালয় ও নাজিরহাট পৌরসভা কার্যালয় পরিদর্শন করে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যান।
এতে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন,মহোদয়ের এই সফর উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম গতিশীলতায় অনন্য ভূমিকা রাখবে।’
আমরা উপজেলার যৌক্তিক দাবীগুলো তাঁকে জানিয়েছি। তিনি ধীরে ধীরে দাবীগুলো পূরণে আশ্বাস দিয়েছেন।’

উল্লেখ্য গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম তিনিফটিকছড়িতে সফরে আসছেন।

ফটিকছড়িতে চাহিদার চেয়ে বেশি কোরবানি পশু প্রস্তুত

ফটিকছড়ি :: পবিত্র ঈদুল আযহা কোরবানির দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ফটিকছড়িতে কোরবানি পশু বেচা বিক্রি।
এবার চাহিদার চেয়ে বেশি কোরবানি পশু প্রস্তুত রয়েছে এ উপজেলায়।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় কোরবানীর পশুর চাহিদা রয়েছে ৪৭ হাজারের মতো। কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৬৯ হাজার ৪১৯টি। এরমধ্যে ৩৪ হাজার ২১১টি গরু, ৪ হাজার ১১২টি মহিষ, ২৮ হাজার ৭৪০টি ছাগল, ২ হাজার ৩৫৬টি ভেড়া।
চাহিদার তুলনায় কোরবানিযোগ্য পশুর যোগান বেশি রয়েছে। এরফলে পশুর মূল্য নিয়ে নৈরাজ্য হওয়ার সম্ভাবনা কম। তারপরেও পশু সম্পদ বিভাগ ও স্থানীয় প্রশাসন পশু কেনা-বেচায় নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে বলে জানা গেছে।
এদিকে আগামি কোরবানির ঈদ উপলক্ষে মৌসুমি গরু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আনতে শুরু করেছে।
এছাড়া বিভিন্ন খামারেও যথেষ্ট গরু মহিষ এনেছে খামারীরা। এছাড়া বিক্রি করার জন্য অনেকে গরু মহিষ লালন পালন করেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায় স্থানীয়দের পাশাপাশি,মৌসুমি ব্যবসয়ীরাও যথেষ্ট গরু বাজার আনছে। বিক্রিও হচ্ছে মোটামুটি।৷ বিক্রতা ও ক্রেতারা জানান বিক্রি জমে উঠবে আর কয়েকদিন পর থেকে। এখন ক্রেতা বিক্রেতার মূল্য যাচাই
করছে।
শতাব্দী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ এনাম বলেন,আমার খামারে ২০ টি গরু লালন পালন করেছি। বাজারে না তুলে খামার থেকে বিক্রি করার ইচ্ছে আছে।
নাজিরহাট পৌরসভার ডাইনজুরী এলাকার মোহাম্মদ জসিম নামের যুবক বলেন বিক্রির উদ্দেশ্যে আমি চারটি গরু বড় করেছি। সামনে বাজারে তুলব।

নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের বাবুল মিস্ত্রীর বাড়িতে মো. রাসেদ নামের যুবক একটি পাকিস্তানি শাহীওয়াল ও একটি অস্ট্রেলিয়ার হলেস্টেন ফিজিয়ান জাতের গরু লালন পালন করে বড় করেছে।কালা মানিক নামের গরু দুইটির দাম ১১ লাখ করে ২২ লাখ টাকা হাঁকাচ্ছেন।

এদিকে কোরবানি উপলক্ষে বিভিন্ন সড়কে কোরবানি পশুর হাট বসে চলাচলে জন দুর্ভোগ সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবার
মহাসড়কে এবং কোনো অস্থায়ী গরুর হাট বসবে না।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন বলেন, আসন্ন কোরবানীর ঈদ উপলক্ষে চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, সব পশুর হাটে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে যেখানে প্রয়োজন সেখানে ভ্রাম্যমাণ ভেটেরিনারি ক্লিনিক বসানোর পরিকল্পনা রয়েছে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবে, তাঁরা পশুদের চিকিৎসা দেবেন।

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট মাদ্রাসা মোহতামিমের মৃত্যু

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে মাওলানা নুরুজ্জালাল (৪০) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

২৬ মে সোমবার উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধৰ্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জালাল উত্তর ধৰ্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসার মোহতামিম এবং উক্ত এলাকার
ছমদ আলী গোমাস্তার বাড়ির বাসিন্দা।

জানা গেছে, নিহত মোহতামিম কর্মস্থলের পাশে কিছু জমিতে ধান চাষ করেছিলেন। উৎপাদিত ধান বৈদ্যুতিক পাখা দিয়ে ঝাড়তে(পরিস্কার করতে)গিয়ে অসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে নিথর হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহতামিমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাহেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একটি গরু দিয়ে শুরু করে ফটিকছড়ির এনাম এখন সফল খামারী

ফটিকছড়ি :: দীর্ঘ ২০ বছর প্রবাসে কাটিয়েছেন। ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেশে ফিরে বেকার হয়ে পড়েন। নানা টানা-পোড়েনের জীবনে অনেকের ধারে ঘুরেছেন। চলেছে অভাবের জীবন। কিছুতেই যেন অভাব পিছু ছাড়ে না। শেষতক নিজের অর্জিত টাকায় ১টি ষাট গরু নিয়ে শুরু করেন। সেই থেকে এখন তার খামারে গরুর সংখ্যা ২০টি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর গ্রামের মুহাম্মদ এনামের খামারে বর্তমানে বিভিন্ন জাতের ২০টি গরু। খামারের নাম শতাব্দী এগ্রো ফার্মস। তিনি পরিশ্রমী সফল এক খামারি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিজের বাড়ির সামনে এনাম গড়েছেন দারুণ এক গরুর খামার। শুরুতে ১টি গরু দিয়ে শুরু করেন ব্যবসা। সেই থেকে ধীরে ধীরে বাড়তে থাকে গরুর সংখ্যা। গরুগুলো বিভিন্ন অঞ্চল থেকে নিজেই কিনেছেন। খামারে দিনরাত পরিশ্রম করে পরিচ্ছন্নতার কাজ করছেন এনাম। কখনো ঘাস খাওয়াচ্ছেন, পানি দিচ্ছেন আবার কখনো গোবর পরিস্কার করছেন। ছোট-বড় ২০টি গরুতে পরিপূর্ণ চমৎকার তাঁর খামারটি।
মুহাম্মদ এনাম বলেন, ‘১টি গরু দিয়ে শুরুর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দুই বছর আগে ১০ লাখ টাকা খরচ করে ২০টি গরুর ধারণ ক্ষমতার শেড নির্মাণ করেছি। ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা আছে।’
কোরবানির ঈদের প্রস্তুতি সম্পর্কে বলেন,‘অনেকেই ইতিমধ্যে খামারে এসে গরু দেখাদেখি শুরু করেছেন। দরদাম করেছেন। রয়েছে অনলাইনে গরু দেখা ও কেনার সুযোগ। ক্রেতার বাড়িতে পাঠানোরও ব্যবস্থা আছে।’
নতুনদের উদ্দেশে এনাম বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে ব্যবসা শুরু করা উচিত। বর্তমানে পশু ও পশু খাদ্যের মূল্য চড়া। তাই মূলধনের অতিরিক্ত অর্থের জোগান থাকা প্রয়োজন। নইলে ব্যবসা প্রসারে বাধা থাকবে।’
গরুর খাবার সম্পর্কে তিনি বলেন, ‘খামারে গরুগুলোকে প্রাকৃতিক ঘাস, খড়, গমের ভুষি, লবণ, খৈল, বুটের ভুষি খাওয়ানো হয়। প্রতিটি গরুর পেছনে বছরে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়।’
বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পরিশ্রম করে উদ্যোক্তা হতে পারেন। ব্যাপক হারে না হলেও দুই-চারটা গরু দিয়ে শুরু করতে পারেন। এতেই সফল খামারি হিসেবে পরিচিতি পাবেন।’ তবে গরুর খাবারের দাম বাড়ায় হিমসিম খেতে হচ্ছে। তিনি বলেন, সরকারিভাবে কিছু পাইনি। তবে প্রাণিসম্পদ কর্মকর্তারা খামার দেখেছেন।’
ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মমিন বলেন, ‘এনাম একজন সফল খামারি। তাঁকে দেখে অনেকেই খামার করতে উদ্বুদ্ধ হবেন। তিনি সহায়তা পাওয়ার যোগ্য। খামারটি বেশ সম্ভাবনাময়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সরকারের লক্ষ্য বাস্তবায়নে এনাম যে কাজ করছে তা দেশের জন্য ইতিবাচক। সরকারের পক্ষ থেকে তাকে আমরা সহযোগীতা করার চেষ্টা করবো।

হযরত গাউসুল আজম মাইজভান্ডারীর ১২৩তম চন্দ্র বার্ষিক (কমরী) ওরশ সম্পন্ন

ফটিকছড়ি :: মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক:) এর ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরী) ওরশ শরীফ ও ১০ জৈষ্ট ফল ফাতেহা শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায়
আওলাদে রাসুল (দ:) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের চেয়ারম্যান, আলহাজ্ব শাহ সুফি ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম:) এর সভাপতিত্বে, আওলাদে রাসুল (দ:) ও আওলাদে গাউছুলআজম মাইজভান্ডারী, শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ সুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম:)র উপস্থিতে, আওলাদে খোলাফায়ে গাউছুলআজম মাইজভান্ডারী জিকরে সেমা মাহফিলের আহবায়ক আলহাজ্ব সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী এর স্বাগত বক্তব্য এবং চরনদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মওলানার সৈয়দ সহিদুল্লাহ ফারুকীর সমাপনি বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের সম্মানিত আওলাদে পাক গণের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। মাহফিলে গাউসুল আজম মাইজভান্ডারীর শান আজমত ও সেমা মাহফিলের তরতিব গুরুত্ব নিয়ে আলোচনা করেন আল্লামা ইব্রাহীম আলকাদেরী(ম.), আল্লামা সাইফুল্লাহ ফারুকী (ম.), আল্লামা মোতাছিম বিল্লাহ সম্পদ (ম.), এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডার গাউছিয়া আহমদীয়া মন্জীল, মাইজভান্ডার গাউছিয়া রহমানীয়া মন্জীল, গাউছে হাওলা দরবার, আমির ভান্ডার, আহলা দরবার, রাজভান্ডার রাংগুনিয়া, দরবারে রহমানিয়া চন্দনাইশ, হাফেজ নগর, রাহে ভান্ডার রাংগুনিয়া, রাহাতিয়া দরবার, আজিম নগর দরবার, দরবারে আজিজিয়া, আব্দুর রশিদ শাহ দরবার, আবদুল গণী কাঞ্চনপুরী দরবার, খিতাবচর রহমানিয়া, ধলই জিন্নাত আলীশাহ, আব্দুল জলিল বালুশাহ, ধলই আমিন ভান্ডার পানিশাহ, সাতগাছিয়া দরবার, দরবারে কামালিয়া, ছালামিয়া বরলিয়া দরবার, আব্দুল গণী চৌধুরী দরবার দমদমা, চরনদ্বীপ দরবার, ফরহাদাবাদ দরবার, রুহুল ভান্ডার, ইয়াকুব ভান্ডার পটিয়া, শেখ তফাজ্জল আলী শাহ দরবার শুলকবহর, মির্জাপুর দরবার হাটহাজারী প্রমূখ।





ছবি গ্যালারী এর আরও খবর

নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন নিউজ টু নারায়ণগঞ্জ এর ১০বছর পূর্তি উদযাপন
পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির রাঙামাটিতে সভা লোকদেখানো, ভাওতাবাজি
গণঅভ্যুত্থান  শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করেনি, শ্রমিকের কষ্ট লাঘব করেনি গণঅভ্যুত্থান শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করেনি, শ্রমিকের কষ্ট লাঘব করেনি
বড়ুয়া সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কমিটি গঠন বড়ুয়া সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কমিটি গঠন
গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র : কারফিউ জারি
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি গঠন
গোপালগঞ্জে এনসিপির শান্তিপুর্ণ কর্মসূচীতে নিষিদ্ধ আ’লীগের হামলায় গনতন্ত্র মঞ্চের নিন্দা গোপালগঞ্জে এনসিপির শান্তিপুর্ণ কর্মসূচীতে নিষিদ্ধ আ’লীগের হামলায় গনতন্ত্র মঞ্চের নিন্দা
নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায় নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়
যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায় যাদের অধিকাংশেরই জামানত হারানোর ভয় রয়েছে তারাই নির্বাচনকে বিলম্বিত করতে চায়
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আ’লীগের আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমটির নিন্দা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আ’লীগের আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমটির নিন্দা

আর্কাইভ