শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোন জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষ্মণ
জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোন জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষ্মণ
বিপ্লবী ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন জনসংস্কৃতির ক্ষেত্রে যে কোন জবরদস্তি উগ্র ফ্যাসিবাদের লক্ষ্মণ। আমরা অনেক শহীদের জীবনের বিনিময়ে এক ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি ভিন্ন চেহারায় নতুন কোন ফ্যাসিবাদী চিন্তা,দর্শন বা রাজনৈতিক সংস্কৃতির জন্য নয়। জনসংস্কৃতির ক্ষেত্রে যারা গায়ের জোরে বিশেষ কোন সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তারা আমাদের সাংস্কৃতিক বৈচিত্রেই বিশ্বাস করেনা। তিনি বলেন, নানা বৈচিত্রের মধ্যেই আমাদের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির বিকাশ ও বিস্তৃতি ঘটেছে।
তিনি উগ্রবাদ ও সাংস্কৃতিক বৈচিত্র্য হরণের অপচেষ্টার বিরুদ্ধে একটি ন্যায্য, মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক গণসংস্কৃতিকে এগিয়ে নিতে সাংস্কৃতিক আন্দোলনের সংগঠকদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ শনিবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংহতি সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, শেখ মোহাম্মদ শিমুল, খায়রুল বাশার হিরন, আজিজ টিপু,তিথি সুবর্ণা, বাবর চৌধুরী, রাশিদা বেগম, নীপা চৌধুরী, কাব্য রাসেল, জোনায়েদ হোসেন, বাকের আহমেদ, মিজানুর রহমান, মোহাম্মদ শামীম, আকবর খান,মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে দেশব্যাপী ক্রমবর্ধমান বৈষম্য, অসহিষ্ণুতা, অনাকাঙ্ক্ষিত জংগীবাদী হুমকি এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সমন্বিত কণ্ঠ তৈরির আহবান জানানো হয়। প্রস্তাবে একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক, প্রগতিশীল, সাম্যবাদী ও বহুস্বরভিত্তিক সাংস্কৃতিক পরিসরের দেশ গঠনের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া গড়ে তোলার ডাক দেয়া হয়।
সভার শুরুতে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব
গণসংগীতশিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে তাঁর১ সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় আগামী ২৭ মে প্রয়াত এপোলো জামালীর শোকসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 