মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফাজানা ইসলাম বিন্দুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মহিলা ফ্রন্ট নেতৃবৃন্দ
ফাজানা ইসলাম বিন্দুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মহিলা ফ্রন্ট নেতৃবৃন্দ
কুষ্টিয়া প্রতিনিধি :: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ’র অঙ্গ সংগঠন বাংলাদেশ মহিলা ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার নব্য নির্বাচিত সাধারণ সম্পাদক ফাজানা ইসলাম বিন্দুকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন মহিলা ফ্রন্টের নেতৃবৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন হুজুর এবং কুষ্টিয়া জেলা মহিলা ফ্রন্টের সহ-সভাপতি পান্না বেগম, মনোয়ারা খাতুন, মাফিজা খাতুন আঁখি, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন,সহ-সাংগঠনিক সম্পাদক নূর জাহান বেগম, প্রচার সম্পাদক তনুশ্রী ও সদস্য রুপালী খাতুন প্রমুখ ।
দৌলতপুরে অস্ত্র ওগুলিসহ আটক-২
কুষ্টিয়া :: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ সোহেল রানা (২৫) ও আগর (২০) নামে দু’জন মাদক চোরাকারবারী আটক হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন শকুনতলা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে সীমান্তরক্ষী বিজিবি। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তুল, ২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটরসাইকেল। আটক মাদক চোরাকারবারী সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের মিল্টন ও ইব্রাহিমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি কমান্ডার হাবিলদার সিরাজের নেতৃত্বে বিজিবি’র টহল দল সীমান্ত সংলগ্ন জামালপুর শকুনতলা মাঠে অভিযান চালিয়ে মাদক চোরাকারবারী সোহেল রানা ও আগর কে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক করে। এসময় জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। মাদক চোরাকারবারী সোহেলে রনার বিরুদ্ধে ডবল মার্ডার ও মাদক পাচার মামলাসহ একডজন মামলা রয়েছে এবং আগরের বিরুদ্ধে মাদক পাচারের একাধিক মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দিয়ে গতকাল সোমবার দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 