বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে এনসিপি শ্রমিক উইং এর মে দিবস পালন
রাঙামাটিতে এনসিপি শ্রমিক উইং এর মে দিবস পালন
প্রেস বিজ্ঞপ্তি :: আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শ্রমিক উইং, রাঙামাটি পার্বত্য জেলা শাখা কর্তৃক এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ, সংগঠক ও নেতৃবৃন্দ র্যালিতে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক ও যুব প্রতিনিধি মো. ইমাম হোছাইন ইমু।
প্রধান বক্তার হিসাবে ছিলেন কেন্দ্রীয় সংগঠক, শ্রমিক উইং, জাতীয় নাগরিক পার্টির
কলিন্স চাকমা তিনি বলেন “আজকের দিনে আমরা শুধু স্মরণ করি না শ্রমিকদের আত্মত্যাগ, বরং তাদের অধিকার প্রতিষ্ঠায় শপথ নিই। পাহাড়ি ও সমতলের শ্রমিকেরা যেন সমান সুযোগ পায়—এটাই আমাদের প্রধান দাবি। আমরা শ্রমজীবী মানুষের ভোটাধিকার, চিকিৎসা, বাসস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে চাই। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলীয়ভাবে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন এবং শ্রমিকদের বিভিন্ন দাবি পেশ করেন।
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি, রাঙামাটি জেলা সংগঠক মো. জাকির হোসেন, তিনি বলেন, “মজুরি বৈষম্য, অস্থায়ী নিয়োগ, শ্রমিকদের প্রতি অবহেলা,এসব বন্ধ করতে হবে। সরকারি-বেসরকারি সবখানে শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা শ্রমিকবান্ধব অর্থনীতি চাই।”
শ্রমিক উইং, জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি পার্বত্য জেলা সংগঠক উচামং মারমা তিনি বলেন “পার্বত্য অঞ্চলের শ্রমিকেরা বিশেষভাবে অবহেলিত। আমরা চাই স্বাস্থ্য, বাসস্থান ও কাজের পরিবেশে সমতা নিশ্চিত হোক।”
দাবিসমূহ : ১. শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা। সকল শ্রমিককে জীবনযাত্রার মান অনুযায়ী ন্যূনতম মজুরি প্রদান।
২. অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ। চুক্তিভিত্তিক বা দৈনিক মজুরির নামে শ্রমিক শোষণ বন্ধ করে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা।
৩. শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা ও সুবিধা চালু করা।
চিকিৎসা, দুর্ঘটনা বীমা, মাতৃত্বকালীন ছুটি, পেনশন, বাসস্থান ইত্যাদি।
৪. পার্বত্য ও প্রান্তিক অঞ্চলের শ্রমজীবী মানুষের জন্য বিশেষ বরাদ্দ।
যোগাযোগ ব্যবস্থা, কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি।
৫. নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
যৌন হয়রানি রোধ, মাতৃত্বকালীন সুরক্ষা ও শিশু যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা।
৬. শ্রমিকবান্ধব আইন বাস্তবায়ন ও শ্রমিক শোষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।
জাতীয় নাগরিক পার্টি রাঙামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, আমরা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য সর্বদা সচেতন ও সংগ্রামী। মে দিবস আমাদের আন্দোলনের নতুন প্রত্যয়। দাবি আদায়ের সংগ্রামে শ্রমজীবী মানুষের পাশে আছি, থাকবো! শ্রমজীবী মানুষের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সংহতির বন্ধনে গড়ে উঠুক মানবিক বাংলাদেশ।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 