
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন
রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্স এর অভিভাবকত্বে পরিচালিত রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র ২০২৫-২০২৬ রোটাবর্ষের কমিটি গঠন হয়েছে। নগরীর কাজীর দেউরীস্থ ইসলামাবাদ রোটারি স্কুলে উক্ত ক্লাবের ৫০তম নিয়মিত সভায় বর্তমান সভাপতি রো. মোহাম্মদ মঈন উদ্দিন এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে ❝রোটারেক্টর মো: শাহ ইফরাত চৌধুরী❞ ও সাধারণ সম্পাদক হিসেবে ❝রোটারেক্টর স্বরুপ দাশ❞ নির্বাচিত হয়েছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রো. এম এ হাসান, রোটারেক্ট ক্লাব অব চিটাগং সিটির পাস্ট প্রেসিডেন্ট রো. জুনাইদ দিহান ও রো. তানজিলা জুনাইদ, ক্লাব সেক্রেটারি রো. আহমদ উল্লাহ আরফাত, জয়েন্ট সেক্রেটারি রো. মেহেরুন্নেসা স্বপ্না, ক্লাব সেবা পরিচালক রো. তৌফিকুল ইসলাম, রো. জুনাইদ, রো. সাফার, রো. ইসতিয়াক সহ প্রমুখ। সেই ক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন রো. সাহেদুল ইসলাম, রো. ইকবাল আজাদ সোহেল, রো. নির্ঝর।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং তাদের নতুন কমিটি আগামী ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য আগামী ১লা জুলাই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
আন্তর্জাতিক অঙ্গনে বহুল পরিচিত সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর সহযোগী সংগঠন রোটারি ক্লাব অব চিটাগাং এলায়েন্স এর অভিভাবকত্বে পরিচালিত রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র ২০২৫-২০২৬ রোটাবর্ষের কমিটি গঠন হয়েছে। নগরীর কাজীর দেউরীস্থ ইসলামাবাদ রোটারি স্কুলে উক্ত ক্লাবের ৫০তম নিয়মিত সভায় বর্তমান সভাপতি রো. মোহাম্মদ মঈন উদ্দিন এই কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে ❝রোটারেক্টর মো: শাহ ইফরাত চৌধুরী❞ ও সাধারণ সম্পাদক হিসেবে ❝রোটারেক্টর স্বরুপ দাশ❞ নির্বাচিত হয়েছেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রো. এম এ হাসান, রোটারেক্ট ক্লাব অব চিটাগং সিটির পাস্ট প্রেসিডেন্ট রো. জুনাইদ দিহান ও রো. তানজিলা জুনাইদ, ক্লাব সেক্রেটারি রো. আহমদ উল্লাহ আরফাত, জয়েন্ট সেক্রেটারি রো. মেহেরুন্নেসা স্বপ্না, ক্লাব সেবা পরিচালক রো. তৌফিকুল ইসলাম, রো. জুনাইদ, রো. সাফার, রো. ইসতিয়াক সহ প্রমুখ। সেই ক্লাবের নতুন সদস্যপদ পেয়েছেন রো. সাহেদুল ইসলাম, রো. ইকবাল আজাদ সোহেল, রো. নির্ঝর।
উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং তাদের নতুন কমিটি আগামী ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য আগামী ১লা জুলাই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করবেন।