সোমবার ● ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাঙামাটিতে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান
রাঙামাটিতে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান
আহমদ বিলাল খান :: রাঙামাটি জেলায় অবস্থিত মসজিদ গুলোতে একই সময় পবিত্র জুমআর নামাজ দুপুর দেড়টায় আদায়ের জন্য সকল খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর।
সোমবার ১৪ এপ্রিল সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে ইফা’র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. পেয়ার আহমদ।
উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর বলেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারী (সফররত মুসল্লিরা) সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে দুপুর দেড়টার সময়ে সকল মসজিদে পবিত্র জুমার নামাজ যাতে অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, রাঙামাটি জেলায় অবস্থিত সব মসজিদে দুপুর দেড়টায় পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ পরিচালনা কমিটিসহ সম্মানিত খতিব ও ইমামদের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে ভেদভেদী রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মিরাজ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কারাগার রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. আশহাদুল ইসলাম, সদর উপজেলা কার্যালয়ের মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম, মডেল কেয়ারটেকার মো. আলমগীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. শামসুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওমর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 