
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাটহাজারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল
হাটহাজারীতে স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার মাহফিল
সুমন পল্লব, হাটহাজারী :: চট্টগ্রাম হাটহাজারীতে শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ’র উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা সংগঠনের চেয়ারম্যান মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বৃহস্পতিবার হাটহাজারীর একটি রেষ্টুরেন্টে সম্পন্ন হয়েছে।
এসময় সংগঠনের উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক লায়ন পল্লি চিকিৎসক হাফিজুর রহমান, উপদেষ্টা মোশাররফ হোসেন চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন. ম জিয়াউল হক চৌধুরী, সময় এর প্রধান উপদেষ্টা শাহেদুল ইসলাম বাবলু, উপজেলা স্কাউটস এর সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ড. শহীদুল্লাহ একাডেমির সিনিয়র শিক্ষক সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, জনতা ব্যাংক পিএলসি মুরাদপুর শাখার সিনিয়র অফিসার মো. জাবেদ আলম চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সহযোগী সদস্য নয়ন চৌধুরী, সংগঠনের সভাপতি সাজিদুল ইমরান, সংগঠনের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ বিন আলী আজাদ।
মুনাজাত পরিচালনা করেন সালাউদ্দিন কাদেরী।