বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাবিপ্রবি’তে ২০২৪-এর চেতনাসমৃদ্ধ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাবিপ্রবি’তে ২০২৪-এর চেতনাসমৃদ্ধ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ পার্শ্ববর্তী এলাকায় আজ ২০ মার্চ সকাল ১০টায় বাংলাদেশের ধারাবাহিক ইতিহাসের ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর জুলাই গণঅভুত্থানের চেতনাকে ধারণ, লালন ও বহন করার প্রত্যয়ে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাবিপ্রবি’র সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত), প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রকৌশল শাখার প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর বলেন, “রাবিপ্রবি প্রতিষ্ঠার ১০ বছরেও এখানে ঐতিহাসিক কোন স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, আমরা রাবিপ্রবি’তে ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর সমন্বিত চেতনাকে ঘিরে একটি আধুনিক স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করছি।” যা হবে এক্ষেত্রে একটি মাইলফলক।
এই স্মৃতিস্তম্ভ আমাদের ইতিহাসকে ধারণ করবার একটা অনুসঙ্গ হিসেবে কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি বলেন, এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে জুলাই ২৪’-কে ঘিরে বাংলাদেশকে দাঁড় করাবার যে প্রেরণা খুঁজে পেয়েছিলাম এবং ২০২৪ এ যাঁরা প্রাণ দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে প্রতিদিন আমাদের মনস্তত্ত্বে স্মরণ করাবার উৎসাহ পাবো। তিনি আরো বলেন, “আমাদের যে ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিল তাদেরও এমনি একটি প্রত্যাশা ছিল সে-প্রত্যাশা পূরণের জন্য আজকে আমাদের এই উদ্যোগ।”
স্মৃতিস্তম্ভের ইটের দেয়ালের প্রথম অংশটি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সূচনাকে প্রতিনিধিত্ব করে। ভাষা আন্দোলন পরবর্তী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমাদের মুক্তি ঘটলেও তা চূড়ান্তরুপে পরিণত হয় ২০২৪ সালের হাজার প্রাণের বিনমিয়ে ফ্যাসিজম উৎখাতের মধ্যে দিয়ে। সাতটি আয়তাকার স্তম্ভ আমাদের ১৯৭১ সালের সাতজন বীর মুক্তিযোদ্ধার প্রতীক। স্মৃতিস্তম্ভে ১৯৭১ সম্বলিত স্তম্ভ এবং আয়তাকার স্তম্ভটির মধ্যকার দূরত্ব ৫৩ বছরের নিপিড়ন-নির্যাতন ও সংগ্রাম-প্রতিরোধকে প্রতিনিধিত্ব করে। স্মৃতিস্তম্ভের দেয়ালে গহ্বরসমূহ শাসনব্যবস্থার ত্রুটি এবং কয়েক দশক ধরে বাংলাদেশে বিরাজমান স্বৈরাচারী নিপীড়নের ইঙ্গিত দেয়। স্মৃতিস্তম্ভের স্বচ্ছ আয়তাকার আকৃতিটি ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভুত্থানের বিজয়ের তাৎপর্য ও স্বাধীন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।
ভাইস-চ্যান্সেলর স্মৃতিস্তম্ভ নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দ্রুত কাজ সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
রাবিপ্রবি মাস্টার প্ল্যান অনুযায়ী একাডেমিক ভবনের ঢালাই কাজের শুভ উদ্বোধন
আজ ২০ মার্চ ২০২৫ তারিখ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশ্যকীয় ভবনের মধ্যে একটি একাডেমিক ভবনের ঢালাই এর কাজ শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান ।
এসময় সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার সেতু চাকমা, অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রাসকিন চাকমা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর রাঙামাটি জেলার সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, রাবিপ্রবি প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী দিনেশ চাকমা, সহকারী প্রকৌশলী নিকেতন চাকমা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 