বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শারদীয় দূর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
শারদীয় দূর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
শারদীয় দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করতে আজ বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান, তাদের সাথে সৌহার্দ বিনিময় করেন।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম মহাসচিব নেতা হাবিবুর রহমান হাবিব, জেএসডির কেন্দ্রীয় নেতা এডভোকেট বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন, দেবী দূর্গা সকল অশুভের বিরুদ্ধে মানবকল্যানের বারতা নিয়ে আসেন; দূর্গতিনাশিনী দেবী অসুরের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন।
তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্য আর যুথবদ্ধতাই আমাদের শক্তি ; বৈচিত্রের মধ্যেই আবার আমাদের শক্তি।
তারা বলেন, ধর্ম বিশ্বাসের কারনে রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনরুপ বৈষম্য করতে পারেনা। তারা বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরিস্কার ডাক সকল পর্যায়ের বৈষম্যের বিলোপ সাধন।
নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে জনগণের সকল অংশকে যুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।




কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 