বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শারদীয় দূর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
শারদীয় দূর্গোৎসবে ঢাকেশ্বরী মন্দিরে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
শারদীয় দূর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করতে আজ বিকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেখানে ভক্ত ও পূজারীদের শুভেচ্ছা জানান, তাদের সাথে সৌহার্দ বিনিময় করেন।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম মহাসচিব নেতা হাবিবুর রহমান হাবিব, জেএসডির কেন্দ্রীয় নেতা এডভোকেট বেলায়েত হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন, দেবী দূর্গা সকল অশুভের বিরুদ্ধে মানবকল্যানের বারতা নিয়ে আসেন; দূর্গতিনাশিনী দেবী অসুরের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করেন।
তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের ঐক্য আর যুথবদ্ধতাই আমাদের শক্তি ; বৈচিত্রের মধ্যেই আবার আমাদের শক্তি।
তারা বলেন, ধর্ম বিশ্বাসের কারনে রাষ্ট্র তার নাগরিকদের মধ্যে কোনরুপ বৈষম্য করতে পারেনা। তারা বলেন, ২০২৪ এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরিস্কার ডাক সকল পর্যায়ের বৈষম্যের বিলোপ সাধন।
নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে জনগণের সকল অংশকে যুক্ত করতে হবে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারকার শারদীয় উৎসব সম্প্রীতির নতুন মেলবন্ধন নির্মাণ করবে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 