রবিবার ● ১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী » কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্ত চরম দায়িত্বহীন
কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্ত চরম দায়িত্বহীন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে কঠোর লকডাউন এর মধ্যে আকস্মিক ভাবে আগামীকাল থেকে গারমেন্টসহ রপ্তানিমুখি শিল্প কারখানা খুলে দেবার সরকারি সিদ্ধান্তকে দায়িত্বহীন,অমানবিক ও নিষ্টুর হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই সিদ্ধান্তের পর গণপরিবহন বন্ধ থাকা অবস্থায় শ্রমিকদেরকে চাকুরী বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কারখানার উদ্দেশ্যে আসতে হচ্ছে তা অবর্ননীয়। মানুষের প্রতি সামান্যতম দরদ ও দায়বদ্ধতা থাকলে কোন সরকার এরকম স্বেচ্ছাচারী ও নির্দয় সিদ্ধান্ত নিতে পারে না।
বিবৃতিতে তিনি বিষ্ময় ও ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার মুখে যাই বলুক না কেন বাস্তবে তারা আরও একবার চাপের কাছে অন্যায়ভাবে আত্মসমর্পণ করল। আরও একবার প্রমাণ হোল যে সরকারের মধ্যে যেন গারমেন্টস মালিকদেরও আর একটি সরকার রয়েছে। সরকার এটাও বুঝিয়ে দিল যে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নয় মালিকদের মুনাফাই তাদের কাছে বড়।
তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত সরকার ও মালিকেরা শ্রমিকদের নিরাপত্তা, পরিবহন ঝুঁকি ভাতা প্রভৃতি কোন ব্যাপারেই শ্রমিকদেরকে দেয়া ওয়াদা তারা রাখেনি।আশংকা এবারও রাখা হবে না।
বিবৃতিতে তিনি বলেন, শ্রমিকদের জন্য পরিবহন, শ্রমিকদের টিকা প্রদান, নিরাপত্তা নিশ্চিত করেই কেবল শিল্প কারখানা খোলার পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে
লকডাউন পরিস্থিতিতে অনুপস্থিতির কারণে কোন শ্রমিককে যাতে হয়রানি বা চাকরিচ্যুত করা না হয় তা নিশ্চিত করতে হবে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 