মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ
মুসলিম সভ্যতার প্রাচীন ঐতিহ্য রাউজানের সাহেব বিবি মসজিদ
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: দেশের সবচেয়ে প্রাচীনতম মসজিদ রাউজানের প্রায় পাঁচশত বছরের বেশি পুরনো ঐতিহ্যবাহী সাহেব বিবি জামে মসজিদ। বাদশাহী আমলে এই দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে তৈরি হয়েছিল ডিমের আঠা, চুন ও সুরকি ধারা। মসজিদে গিয়ে দেখা যায়, এই দৃষ্টিনন্দন ঐতিহ্যবাহী স্থাপনাটি আটটি পিলার, মসজিদে প্রবেশের জন্য তিনটি দরজা, দুটি জালানা, বড় এক গম্বুজবিশিষ্ট হলেও এই বড় গম্বুজের পাশে রয়েছে আরও ছোট ছোট দুটি গম্বুজ। প্রচীন ঐতিহ্যের নির্দশন এ মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে মন শীতল হয়ে যায়। এ সুন্দর মসজিদের রাতের দৃশ্য আরও বেশি নজর কাড়ে মানুষের। কারুকাজের মাধ্যমে করা হয়েছে শৈল্পিক রূপ। তবে পাঁচশত বছর আগে নির্মিত স্থাপনাটি ২০১৩ সালের দিকে রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস। জানা যায়, জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর স্ত্রী ও চট্টগ্রামের আলোচিত প্রসিদ্ধ মালকা বানু ও মনমিয়া খ্যাত মালকা বানুর মাতা সাহেব বিবি এই মসজিদের প্রতিষ্ঠাতা। সাহেব বিবি হচ্ছেন মালকা বানুর মা। বৃটিশ সরকার এই মসজিদে শেখ ছাদত আলী চৌধুরীকে প্রথম মতোয়াল্লী নিযুক্ত করেন। তাঁর মৃত্যুর পর আরও কয়েকজন এই দায়িত্ব গ্রহণ করেন। কালের সাক্ষী এ মসজিদ দেখতে দূর-দূরান্ত হতে আসেন পর্যটকরা। অনেকে মনের শান্তির জন্য এই সুন্দর মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের সামনে রয়েছে ঈদগাহ ও পাশে কবরস্থান সেখানে শায়িত আছেন সাহেব বিবি। ইতিহাস থেকে জানা যায়, সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক দিনের খাবার নিয়ে পায়ে হেঁটে এ মসজিদে নামাজ পড়ার জন্য আসতেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলিম স্থাপত্যশৈশীর উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে রাউজান উপজেলার পৌর এলাকার হাড়ি মিয়া চৌধুরী বাড়ির মোঘল আমলে নির্মিত সাহেব বিবি মসজিদ।




রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা 