শুক্রবার ● ১ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ঘোড়াঘাটে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ
ঘোড়াঘাটে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রায় দেড় লাখ মানুষের বসবাস। এ উপজেলায় হাজারও সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো ময়লা-আবর্জনার সমস্যা। আর এ কারণেই শবনম হক নামের এক নারীর ব্যক্তি উদ্যোগে সচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এ ঝুঁড়ি বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শবনম হক বলেন, আমি দীর্ঘদিন থেকে আমাদের এলাকার বাড়িঘর, বাজার, রাস্তাঘাট ও দোকানপাটের আশেপাশের এলাকার সুন্দর একটি পরিবেশ তৈরি করতে সচেতনতা মূলক কথাবার্তা ও পরামর্শ দিয়ে আসছি। এ থেকে একটি বিষয় লক্ষ্য করেছি যে, অধিকাংশ দোকানপাটের আশেপাশে ময়লা ফেলার জন্য কোনো ধরনের ঝুঁড়ি নেই। যদি প্রত্যেক দোকানে একটি করে ঝুঁড়ি থাকতো তাহলে অনেকেই অপ্রয়োজনীয় জিনিসপত্র ও ময়লা আবর্জনা এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট একটি পাত্রে ফেলতে উৎসাহিত হবে। এতে আমাদের এলাকার উন্নত একটি পরিবেশ তৈরি হবে। আমরা সচেতন হতে পারবো। মূলত এ ধারণা থেকেই আজকের এ উদ্যোগ গ্রহণ করা। এ উদ্যোগের অংশ হিসেবে আজকে উপজেলার রানীগঞ্জ বাজার ও ওসমানপুর বাজারে বিভিন্ন দোকানে ৫ শতাধিক ময়লার ঝুঁড়ি বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আমার ব্যক্তি উদ্যোগে উপজেলার প্রত্যেক দোকানে একটি করে মোট ২ হাজার ঝুঁড়ি বিতরণ করা হবে।
উল্লেখ্য, শবনম হক উপজেলার কানাগাড়ি গ্রামের আসলামুল হকের স্ত্রী ও একই এলাকার বর্তমান বাসিন্দা। বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 