শনিবার ● ১০ জুন ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্রাইয়ে ইঞ্জিল চালিক ভটভটি উল্টে চালক নিহত
আত্রাইয়ে ইঞ্জিল চালিক ভটভটি উল্টে চালক নিহত
নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভ্যানগাড়ীকে সাইড দিতে গিয়ে শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহতের খবর পাওয়াগেছে।
শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত গাড়ীর চালক মাহাবুব (১৮) উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে। আহতরা হলেন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল(৪৫) সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল(৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী আমানুল্লা ফারুক বাচ্চু জানায়, গাড়িটি মালামাল নিয়ে কাশিয়াবাড়ী হাটে উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটি নওগাঁ-নাটোর মহাসড়কের আত্রাই উপজেলার বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে অপর দুই দিক থেকে ভ্যানগাড়ী আসায় তাদের সাইড দিতেগিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটি গাড়ী উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ীর চালক মাহাবুব মারা যায় এবং ৩জন আহত হয়।
এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বুসরা জানান, মাহাবুবকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। বিষয়টি নিয়ে অবজারভেশন চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 