শুক্রবার ● ১৯ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের কাউন্সিল : হারুন সভাপতি ও নুরুল সম্পাদক
মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের কাউন্সিল : হারুন সভাপতি ও নুরুল সম্পাদক
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: সাংগঠনিক কাঠামোর গণতান্ত্রিক প্রক্রিয়া প্রায় আট বছরেরও বেশী সময় অপরিবর্তিত থাকার পর অবশেষে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । কাউন্সিলরদের প্রত্যক্ষ্ ভোটে সভাপতি পদে মো. হারুনুর রশীদ ফরাজী ও সাধারন সম্পাদক পদে মো. নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩ টার দিকে কাউন্সিলরদের ভোট গ্রহন শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিতদের বিজয়ী হিসেবে নাম ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ।
এর আগে সকালে উপজেলা আওমীলীগের দলীয় কার্যালয়ের সামনে সম্মেলনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো.আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সুবাস চাকমা।
আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াত জোট বিদেশীদের দ্বারস্ত হয়ে দেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র শুরু করছে মন্তব্য করে প্রধান অতিথি বলেন, ষড়যন্ত্র মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে চতুর্থবারের মতো আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। আওয়ামীলীগ প্রতিশোধের রাজনীতি নয় বরং উন্নয়ন ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোন্দকার, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল ও সাধারন সম্পাদক মো. আবু তালেব ছাড়াও জেলা, উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ গেল ২০১৫ সালের ৩০ আগষ্ট মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে মো. হারুনুর রশীদ ফরাজী সভাপতি ও পৌর কাউন্সিলর মো: মো. আলাউদ্দিন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ।
উল্লেখ্য যে, সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ হারুনুর রশিদ ফরাজী ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আলা উদ্দিন লিটন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ ভোট । অ্ন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম মই প্রতীক নিয়ে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ এমরান হোসেন হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৮ ভোট । উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর কাউন্সিল-২০২৩ এর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ওয়ালী উল্যাহ অলি মেম্বার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন সম্পন্ন করতে পারায় সকল নেতাকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 