শুক্রবার ● ১২ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের নিন্দা
লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের নিন্দা
হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য এন্টি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী সদস্য সুজন চাকমা (দুর্জয়) কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।
আজ শুক্রবার ১২ মে ২০২৩ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অবিলম্বে সুজনকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় রাষ্ট্রীয় ধ্বংসাত্মক পলিসীর কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন ও সেটলার পুনর্বাসনের ফলে নারী ধর্ষণের ঘটনা প্রথম পরিলক্ষিত হয়। ফলে আগে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের শব্দটি অপরিচিত হলেও এখন রাষ্ট্রীয় প্ররোচনায় পাহাড়ি কর্তৃক ধর্ষণের ঘটনা বিচ্ছিন্ন ভাবে ঘটেই চলেছে। যা পার্বত্য চট্টগ্রামের জন্য ভয়ংকর পরিস্থিতি বিরাজ করবে।
অপরাধমূলক কর্মকান্ডে প্রশাসনের ভূমিকা তুলে ধরে নেতৃদ্বয় বলেন, গত বছরের ২৭ জুন খাগড়াছড়ির ভাইবোনছড়াতে এই একই নব্য মুখোশ বাহিনীর চারজন সদস্য পিন্টু, সাধু, মিশন ও জ্যাকসন এক গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ করেছিল। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করেনি। বরং ধর্ষকরা এখনও একই জায়গায় প্রশাসনের নাকের ডগায় বিভিন্ন অপরাধমূলক কাজ করেই যাচ্ছে।
বিবৃতিতে তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃদ্বয় অবিলম্বে ধর্ষণে জড়িত নব্যমুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমাসহ পিন্টু, জ্যাকশন, সাধু, মিশন চাকমাদের গ্রেফতাপূবর্ক বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ মে ২০২৩ রাত ১১ টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ধন্যেকুমার চাকমার ছেলে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সদস্য সুজন চাকমা এক এসএসসি পরীক্ষার্থীকে পথ দেখিয়ে দেওয়ার নাম করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। জানা যায়, ভিক্টিমের পরিবার এখনও মুখোশ দুর্বত্তদের হুমকির কারণে ভয়ে মামলা করতে পারেনি।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 