শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » মাটিরাঙ্গায় স্কুল পরিচালনা কমিটির প্রস্তাবিত প্যানেল বাতিলের দাবী
মাটিরাঙ্গায় স্কুল পরিচালনা কমিটির প্রস্তাবিত প্যানেল বাতিলের দাবী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতির প্যানেলটি বাতিলের দাবী উঠেছে ।
জানা গেছে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হক, গত ৪ ডিসেম্বর ২০২২ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম-চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগপত্র দায়ের করেছেন ।
অভিযোগপত্রে দাবী করা হয়েছে, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বর্তমান সভাপতির অজান্তে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই স্থানীয় এমপির নিকট তথ্য গোপন করে ভুল বুঝাইয়া বর্তমান সভাপতির নাম বাদ দিয়ে অন্য ৩ জনের নামে প্রস্তাবিত সভাপতি পদে মনোনয়ন পাওয়ার জন্য ১টি প্যানেল তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। তিনি বর্তমান সভাপতির দায়িত্বের জাগয়া থেকে বিষয়টিকে অপরাধ হিসেবে গন্য করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তাব করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম চেয়ারম্যান বরাবরে। এ সময় তিনি আরো অভিযোগ করেন, ইতিমধ্যে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম আয়া পদে চাকুরীর দেয়ার প্রলোভন দেখিয়ে রহিমা বেগমের নিকট থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং তপেন বিকাশ ত্রিপুরা নামের একজন শিক্ষক হতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবৈধভাবে গ্রহন করেছেন । যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকের জন্য শাস্তিযোগ্য অপরাধ ।
এবিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অভিযোগ করা হলে তদন্তে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন । অভিযোগের বিষয়ে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, সভাপতি প্যানেল তৈরির বিষয়টি সম্পুর্ন স্থানীয় এমপির এখতিয়ার । সেখানে আমার কোন হস্তক্ষেপ করার সুযোগ নেই । প্যানেলটি এখনো চুড়ান্ত হয়নি, তবে সভাপতি পদে বিধিমোতাবেক এম হুমায়ুন মোরশেদ খান হবেন বলে জানিয়েছেন । অন্যদিকে তার (প্রধান শিক্ষক) বিরুদ্ধে হওয়া দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তদন্তের কার্যক্রম এখনো চলছে । আরো অধিকতর তদন্ত হবে বলে জানিয়েছেন । কিন্তু মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে তার দুর্নীতির বিরুদ্ধে আনিত অভিযোগের শুনানি শেষে যে তদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে সে বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান এবং আবার তদন্ত হবেন বলে জানান । অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে ২৭/০৯/২০২২ ইং তারিখের স্বারক নং-০৫.৪২.৪৬৭০.০০০.১৮.০০১.২২- ২৩৬৯, এর প্রতিবেদনে পরিস্কারভাবে বলা হয়েছে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এর বিরুদ্ধে অর্থ আত্বসাতের আনিত অভিযোগটি বাদী-বিবাদী ও স্বাক্ষীগনের উপস্থিতিতে শুনানি গ্রহন করা হলে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে ।
বিশ্বস্ত সুত্রে জানা গেছ, সভাপতির পদটিকে ঘিরে চলমান গুঞ্জনে যাদের নাম জড়িত রয়েছে তাদের ছাড়াও আসতে পারে চমক নিয়ে নতুন কোন তৃতীয় ব্যক্তির নাম । দেখার বিষয় সময়ের ব্যবধানে আরো কি কি পরিবর্তন আসে প্রতিষ্ঠানটিতে । প্রস্তাবিত সভাপতি প্যানেলের বিরুদ্ধে আভিযোগ প্রদান ও প্রধান শিক্ষকের দুর্নীতি বিষয়ে অভিযোগ হওয়ার বিষয়টি সত্য বলে স্বীকার করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ।
প্রস্তাবিত সভাপতি প্যানেলের বিরুদ্ধে আভিযোগ প্রদান ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের দুর্নীতি বিষয়ে অভিযোগ হওয়ার বিষয়টি সত্য বলে স্বীকার করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 