সোমবার ● ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ
৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ
ঢাকা :: যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী ৭ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার ৫ ডিসেম্বর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে, দুপুর ১২টা থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এসময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান গণতন্ত্রমঞ্চের নেতারা।
তারা বলেন, গণ আন্দোলনের তীব্রতায় অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং গণ গ্রেফতার চালাচ্ছে। গত কয়েকদিনে বিএনপির পাশাপাশি নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে সরকার দলীয় ক্যাডাররা। অতীতেও কোনো স্বৈরাচার দমন, পীড়নের মাধ্যমে গণ আন্দোলন ঠেকাতে পারেনি, এই সরকারও পারবে না।
তারা গণতন্ত্র মঞ্চসহ সব বিরোধী রাজনৈতিক জোট এবং দলের আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
আলোচনা সভায় সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন বেগবান করতে সব বিরোধী শক্তির যুগপৎ লড়াইয় নিয়ে আলোচনা করেন মঞ্চের নেতারা।
সভায় উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলী সদস্য বাচ্চু ভূঁইয়া, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হাসিব।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 