শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মিরসরাইয়ে আইডল অন্বেষণের লড়াইয়ে ৪২ প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী
মিরসরাইয়ে আইডল অন্বেষণের লড়াইয়ে ৪২ প্রতিষ্ঠানের ১০৮ শিক্ষার্থী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার মাধ্যমিক ও দাখিলের বর্ষ সেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৪র্থ আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৫ টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজনে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে উপজেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৮ বর্ষ সেরা শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অদম্য যুব সংঘের সভাপতি কামরুল হাসান জনি জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দু’টো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করে। প্রতিবার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও এবার দাখিলের বর্ষ সেরা শিক্ষার্থীরাও এতে লড়াইয়ের সুযোগ পেয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জন মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৪র্থ বারের মত প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। করোনাকালে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতা স্থগিত রাখা হলেও এবার ৪র্থ আসর দিয়ে পুণরায় প্রতিযোগিতা চালু করা হয়েছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।
এর আগে সকাল দশটায় অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও অর্থ সম্পাদক খালেদ হোসেন জাহিনের সার্বিক তত্বাবধানে পরীক্ষার হল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য রওশন আরা রত্না, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, এম মাঈন উদ্দিন, এম আনোয়ার হোসেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ শাহজাহান, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলসহ আরো অনেকেই। এসময় বিভিন্ন সামাজিক ও যুব সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দু’টো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 