শনিবার ● ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » অধিকার ও মুক্তি অর্জনে গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করার ডাক
অধিকার ও মুক্তি অর্জনে গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করার ডাক
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার দেশের গরীবসহ শ্রমজীবী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জীবনযাত্রার অসহনীয় ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিক মেহনতি মানুষের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে, চরম কষ্টে তাদের জীবন কাটছে।বর্তমান মজুরিতে শ্রমিক পরিবারের ১৫ দিন পার করাও অসম্ভব হয়ে পড়েছে। স্বল্প আয়ের কোটি মানুষের খাদ্যগ্রহন কমে গেছে।
তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন ভাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। চরম কর্তৃত্ববাদী জবাবদিহিহীন সরকারের শাসনে দেশের শ্রমজীবী - মেহনতী মানুষের জীবন - জীবিকার কোন নিরাপত্তা নেই।বিদ্যমান দুঃশাসনে দেশ ও জনগণের কোন ভবিষ্যৎ নেই।
তিনি অধিকার ও বাঁচার দাবিতে গণজাগরণকে গণঅভ্যুত্থানে পরিনত করতে দেশবাসীর প্রতি আহবান জানান।
আজ সকালে আশুলিয়া প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সম্মেলনের প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সম্মেলনে বিশেষ অতিথি আনছার আলী দুলাল বলেন, বর্তমান সরকারের কাছে শ্রমিক - কৃষকসহ দেশবাসী নিরাপদ নয়। বিদ্যমান দুঃশাসন বিদায় দিতে পারলে আমরা দেশ ও জনগণকে রক্ষা করতে পারব না।
সম্মেলনের প্রধান বক্তা মাহমুদ হোসেন বলেন, এই সরকার দেশের কোটি কোটি মানুষকে পথে বসিয়ে দিয়েছে আরও ক্ষমতাহীন করেছে।
সম্মেলনের সভাপতি অরবিন্দু বেপারি বিন্দু বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে শ্রমিক মেহনতিদের মুক্তি অর্জনে তাদের লড়াই এর পার্টি হিসাবে গড়ে তোলার আহবান জানান। তিনি আগামী ৯-১২ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস সফল করার আহবান জানান।
পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা অরবিন্দু বেপারি বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল, শ্রমিকনেতা মাহমুদ হোসেন, সাইফুল ইসলাম, শহীদুল আলম নান্নু, শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, নাঈম খান, সজল হালদার, মোঃ আউয়াল, মোঃ শাহজাহান আলমগীর হোসেন।সংহতি বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, যুগ্ম সদস্য সচিব হুমায়ুন কবীর, নাসিরুদ্দিন,ফরহাদ হোসেন প্রমুখ।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের র্যালী আশুলিয়ার রাজপথ প্রদক্ষিণ করে।
বিকালে আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
শহীদ নূর হোসেনের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শ্রদ্ধা জ্ঞাপন
এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ নূর হোসেন এর ৩৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আজ সকাল ১০.৩০ এ শহীদ নূর হোসেন স্মৃতিবেদিতে তার সংগ্রামী স্মৃতি প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, পার্টির কেন্দ্রীয় নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কামরুজ্জামান ফিরোজ, পার্টির সংগঠক এম ডি ফিরোজ, মারুফ শাহরিয়ার প্রমুখ পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 