শনিবার ● ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে ৬ষ্ঠবারের মতো আগামী ১৮ অক্টোবর, ২০২২খ্রি. তারিখ “শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২২” জাকজমকপূর্ণভাবে আয়োজন করতে যাচ্ছে। এলক্ষ্যে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সভাপতিতে ২৮ বুধবার প্রস্তুতিমূলক সভা সকাল সাড়ে ৯টায় রাঙামাটির বোর্ডের প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভা শুরুতে বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা উপস্থিত সকলকে স্বাগত জানান। অনুষ্ঠান বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চলনায় পরিচিতি পর্বের পর বিগত বছরের শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার ভিডিও প্রামাণ্যচিত্র পরিবেশনা করা হয়। অতঃপর সভাপতির অনুমতিক্রমে বিগত বছরের কার্যবিবরণী ধারাবাহিকভাবে পাঠ করেন শোনান বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন।
চেয়ারম্যান সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনকে সামনে রেখে নতুন প্রজন্মদের কাছে তুলে ধরার জন্য আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২২ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারস্থ বিশাল কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হবে। তনি আরও বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা পার্বত্যবাসীর নিকট ব্র্যান্ডিং হয়েছে। তাই এ প্রতিযোগিতাকে আকর্ষণীয় ও জাকজমকপূর্ণভাবে তুলে ধরার জন্য সোস্যাল মিডিয়া এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আহবান জানান।
উন্মুক্ত আলোচনায় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, সুনীল কান্তি দে জেলা ক্রীড়া সদস্য, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের প্রতিনিধি, রাঙামাটি পার্বত্য জেলার নৌপুলিশ এর প্রতিনিধি, রাঙামাটি পার্বত্য জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক দিদারুলসহ অনেকে বক্তব্য রাখেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন মর্মে সভাকে জানান। বক্তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্যোগ গ্রহণ জন্য ভূয়সী প্রশংসা করেন এবং বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান।
এসময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব)সহ বোর্ডের উধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 