শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন সরকারের শক্তির পরিচয় নয়
রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন সরকারের শক্তির পরিচয় নয়
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিরাজগঞ্জ জেলা কাউন্সিল পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন - হত্যা সরকারের শক্তির পরিচয় নয়। ক্ষমতা হারানোর আতংক থেকেই বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও কোন উসকানি ছাড়াই তারা হামলা - আক্রমনের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে।পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা দলীয় স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন দমন-পীড়নের মধ্য দিয়ে তারা গণ আতংক তৈরী করে গদি রক্ষা করতে চায়।তিনি বলেন, অধিকার ও জীবন - জীবিকা রক্ষায় মানুষের স্রোত রাজপথে নামতে শুরু করেছে।কারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান গণসংগ্রামের লক্ষ্য সরকার পরিবর্তনের পাশাপাশি ফ্যাসিবাদের উৎস ব্যক্তিকেন্দ্রিক চরম অগণতান্ত্রিক ও জবাবদিহিবিহীন স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর মূলোৎপাটন। তা না হলে সরকার পরিবর্তন হলেও নতুন নতুন চেহারায় স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদী শাসন জেঁকে বসবে।
তিনি গণমুক্তির লড়ায়ে অগ্রণী ভূমিকা রাখার উপযোগী সংগঠন গড়ে তুলতে পার্টির নপতা কর্মীদের প্রতি আহবান জানান।
সিরাজগঞ্জের হোসেনপুরে পার্টির অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির সিরাজগঞ্জ কমিটির আহবায়ক শাহনাজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল এবং পার্টির সিরাজগঞ্জ কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম, শেখ রিমন, আমেনা বেগম, স্বপ্না খাতুন, মোহাম্মদ নাঈম প্রমুখ।
সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 