শুক্রবার ● ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন সরকারের শক্তির পরিচয় নয়
রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন সরকারের শক্তির পরিচয় নয়
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সিরাজগঞ্জ জেলা কাউন্সিল পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন রাজনৈতিক বিরোধীদের উপর দমন - পীড়ন - হত্যা সরকারের শক্তির পরিচয় নয়। ক্ষমতা হারানোর আতংক থেকেই বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও কোন উসকানি ছাড়াই তারা হামলা - আক্রমনের রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে।পুলিশসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তারা দলীয় স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন দমন-পীড়নের মধ্য দিয়ে তারা গণ আতংক তৈরী করে গদি রক্ষা করতে চায়।তিনি বলেন, অধিকার ও জীবন - জীবিকা রক্ষায় মানুষের স্রোত রাজপথে নামতে শুরু করেছে।কারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।
তিনি আরও বলেন, বর্তমান গণসংগ্রামের লক্ষ্য সরকার পরিবর্তনের পাশাপাশি ফ্যাসিবাদের উৎস ব্যক্তিকেন্দ্রিক চরম অগণতান্ত্রিক ও জবাবদিহিবিহীন স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোর মূলোৎপাটন। তা না হলে সরকার পরিবর্তন হলেও নতুন নতুন চেহারায় স্বৈরতন্ত্র আর ফ্যাসিবাদী শাসন জেঁকে বসবে।
তিনি গণমুক্তির লড়ায়ে অগ্রণী ভূমিকা রাখার উপযোগী সংগঠন গড়ে তুলতে পার্টির নপতা কর্মীদের প্রতি আহবান জানান।
সিরাজগঞ্জের হোসেনপুরে পার্টির অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির সিরাজগঞ্জ কমিটির আহবায়ক শাহনাজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল এবং পার্টির সিরাজগঞ্জ কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম, শেখ রিমন, আমেনা বেগম, স্বপ্না খাতুন, মোহাম্মদ নাঈম প্রমুখ।
সভার শুরুতে পার্টির প্রয়াত নেতা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 