শনিবার ● ২০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে
সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশকে ক্রমে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিচ্ছে।একদিকে সরকারের বিভেদ - বিভাজন আর অন্যদিকে ঘৃণা আর বিদ্বেষের রাজনীতি দেশের রাজনৈতিক পরিবেশকে পুরোপুরি কলুষিত করে ফেলছে।রাজনীতিতে সহনশীল গণতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তে সরকারের নীতিনির্ধারকেরা খুঁচিয়ে খুঁচিয়ে বিদ্বেষ - বৈরীতাকে কেবল আরও বাড়িয়ে তুলছে। শপথ অনুযায়ী বিরাগ- অনুরাগ পরিহার করে সরকারি নির্বাহী কর্তব্য পালন করার কথা থাকলেও নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে সরকার প্রতিহিংসা আর বিদ্বেষকেই তাদের রাজনৈতিক অবলম্বনে পরিনত করেছে।
তিনি বলেন,জনগণের ক্ষাভের বিশাল আগুনের উপর সরকার বসে আছে।সরকার নিজেরাই প্রতিদিন এই আগুনকে বাতাস দিয়ে চলেছে।
তিনি বলেন, এই সরকার যে আত্মঘাতী নীতি কৌশল অবলম্বন করছে তা তাদের পাশাপাশি গোটা দেশকেও ডোবানোর আশংকা বাড়িয়ে তুলছে।
তিনি এই পরিস্থিতি মোকাবিলায় এবং দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় তিনি দেশের সকল প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক শক্তির রাজপথে আন্দোলনের ঐক্য জোরদার করার ঢাক দেন।
আজ সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খান এর সভাপতিত্বে এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারী নেত্রী বহ্নিশিখা জামালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু।
রাখেন মহানগর কমিটির সদস্য এপোলো জামালী, কামরুজ্জামান ফিরোজ, মো. সালাউদ্দিন, মো. সালমান মিয়া, শহীদুজ্জামান লাল মিয়া বিপ্লব হোসেন খান, জুনায়েত হোসেন ও সাইফুল ইসলাম কাঞ্চন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ শ্রেণী ও গণসংগ্রামে নেতৃত্ব প্রদানের উপযোগী পার্টি গড়ে তোলার আহবান জানান।
সভায় গৃহীত প্রস্তাবে আগামী ১০ ও ১১ ডিসেম্বর-২০২১ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করার আহবান জানানো হয়।
সভার শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক রুপান্তর পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা দরকার
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 