শনিবার ● ২০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দুই পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে
ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দুই পত্রিকা অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে
আজ শনিবার ২০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর নেতৃত্বে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গত ১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিকান্ডে বিধ্বস্ত ভবন পরিদর্শন করতে যান। সেখানে যেয়ে নেতৃবৃন্দ ভয়াবহ অগ্নিকান্ডে পত্রিকা অফিস দুটির বিধ্বস্ত অবস্থা দেখে বিষ্ময় এবং উদ্বেগ প্রকাশ করে বলেন, কোন সভ্য এবং গণতান্ত্রিক দেশে সংবাদপত্র অফিসে এই ধরণের হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ হতে পারে তা অবিশ্বাস্য ঘটনা। দৈনিক প্রথয় আলো পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায় শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের একটা অংশ ঘোষণা দিয়ে টান্ডা মাথায় পরিকল্পিতভাবে এক দেড় ঘন্টা ব্যাপি বিক্ষোভ করে তাদের অফিস ভাংচুর করে, অগ্নিসংযোগ করে। এই সময়ে প্রথম আলোর কর্মকর্তারা বার বার পুলিশকে জানালেও পুলিশ দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করতে করেননি। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় দীর্ঘসময় চলা এই সন্ত্রাসী কর্মকান্ড পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে নিষক্রিয় ভূমিকা পালন করায় জনমনে সরকারের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরকার কি তাদের এই মব সন্ত্রাস বন্ধ করতে পারেনা, নাকি তারা ঐসব মব সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়ে যাচ্ছে!
নেতৃবৃন্দ আরো বলেন , একটি স্বার্থান্বেষি গোষ্ঠি পরিকল্পিতভাবে মব সন্ত্রাস সৃষ্টি করে জনমনে ভয় আতংকের পরিবেশ তৈরী করে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যাকান্ডের বিচার চাই, হত্যাকারী এবং নির্দেশ দাতা ও ফ্যাসিবাদের দোসরদের ও বিচার চাই। কিন্তু এই হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশে যে অরাজকতা নৈরাজ্যিক পরিস্থিতি তৈরীর করার চেষ্টা করা হচ্ছে সেটা মেনে নেওয়া যাবে না। সরকারকে এ ব্যপারে আরো অধিকতর মনোযোগী দিতে হবে কঠোর হতে হবে।
নেতৃবৃন্দ এই ধরণের নৃশংস হামলার সাথে যারা জড়িত ভিডিও ফুটেজ, সিসি টিভির রেকর্ড দেখে দ্রুত তাদের চিহ্নিত করে গ্রেফতার করার আহ্বান জানান।
পত্রিকা অফিস পরিদর্শন শেষে করে নেতৃবৃন্দ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদীর নামাজে জানাযায় অংশ গ্রহণ করতে যান। জানাযা শেষে নেতৃবৃন্দ বলেন, হাদীকে গুলি করার আটদিন পেরিয়ে গেলেও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত হাদীর হত্যাকারীকে গ্রেফতার করতে পারলো না। দিনে দুপুরে হত্যাকারী গুলি করে পালিয়ে গেল, পুলিশ বাহিনী কিছুই করতে পারলো না, এই দায় সরকারকেই নিতে হবে। এই ধরণের দূর্বল স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে আগামী জাতীয় নির্বাচনের পরিস্থিতি মোকাবেলা করা যাবে কিনা সন্দেহ।
এই সময়ে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, ভাসানি জনশক্তি পার্টির সভাপতিমন্ডলীর সদস্য বাবুল বিশ্বাস প্রমুখ।




নিউএজ সম্পাদক নূরুল কবীরের উপর হামলার ঘটনায় নিন্দা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
রাঙামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা 