মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন চুরি, দুর্নীতি, লুটপাট, অনিয়ম ও স্বেচ্ছাচারীতা সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং গত ১৪ মাসে এই খাতে জালিয়াতি ও বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধ হয়নি।তিনি বলেন, ভারতের আদানি গ্রুপের সাথে অসম বিদ্যুৎ চুক্তি থেকে সরকার এখনও বেরিয়ে আসেনি।তিনি অনতিবিলম্বে হয়রানিমূলক প্রি পেইড মিটার সংযোগ বন্ধ এবং বিদ্যুৎ এর ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল করার দাবি জানান।
তিনি জরুরী ভিত্তিতে সুন্দরবনবিনাশী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের আহবান জানান।তিনি গণশুণানী ছাড়া আগামীতে কোন মেগা প্রকল্প গ্রহন না করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আবদুস সালাম বলেন, গত ষোল বছরে বিদ্যুৎ খাতে যে হরিলুট হয়েছে সে অর্থ এখনও উদ্ধার করা যায়নি। তিনি বলেন পতিত সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের বড় ক্ষেত্রে পরিনত করেছিল।তিনি অবস্থার এখনোও বিশেষ কোন পরিবর্তন হয়নি।বিদ্যুৎ এর ভুতুড়ে বিলসহ নানাভাবে জনগণকে কষ্ট দেয়া হচ্ছে।বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আন্দোলনের দাবির প্রতি সমর্থন জানান।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বিদ্যুৎ খাতের চুরি দূর্নীতির কারণে সাধারণ মানুষ কেন শাস্তি পাবে।তিনি বলেন, বিদ্যুৎ খাত লাভ করলে তাকে লোকসান দেখানো হয়।
গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক আনাউর রহমানের সভাপতিত্বে এবং সমিতির নেতা মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক,, আসাদুর রহমান আজাদ, আন্দোলনের সংগঠক আব্দুর রহিম,আবদুল হালিম, হাসান নূর,মাহবুবুর রহমান সুমন, সিকদার হারুন মাহমুদ, বাবর চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ দ্রুত বিদ্যুৎ গ্রাহকদের ৫ দফা দাবি পূরনে এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান। তা নাহলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেয়া ছাড়া উপায় থাকবেনা।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 