শুক্রবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার শ্রমজীবী মানুষ ও তরুণ যুবশক্তিকে হতাশ করেছে
সরকার শ্রমজীবী মানুষ ও তরুণ যুবশক্তিকে হতাশ করেছে
আজ শুক্রবার সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারীর নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।কোন পক্ষের নিজ দলীয় এজেন্ডার কারণে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা যাবেনা।তিনি দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাত্মক বৈরীতায় পর্যবসিত না করতে সবাইকে সতর্ক করেন এবং বলেন, দেশের ভিতরে ও বাইরে অনেকেই গণঅভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ ও মারামারি দেখার জন্য বসে আছে।এই সুযোগ কাউকে দেয়া যাবেনা।
তিনি বলেন, এই সরকার শ্রমজীবী মেহনতি মানুষসহ তরুণ যুবশক্তিকে হতাশ করেছে। গত তের মাসে বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, তাদের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত হয়নি।উল্টো গত এক বছরে ৩৫ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নীচে নেমে এসেছে। কয়েক লক্ষ মানুষ চাকুরীচ্যুত হয়েছে।মানুষের প্রকৃত আয় কমে গেছে।
তিনি বলেন, দেশের কোটি কোটি যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের প্রত্যাশিত উন্নয়ন - অগ্রগতি মুখ থুবড়ে পড়বে।
এই ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে তিনি উদাত্ত আহ্বান জানান।
তিনি যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহবান জানান। তিনি অমানবিক বৈযম্যের বিরুদ্ধে অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠায় যুবপ্রাণ জাগিয়ে তুলতে হবে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন সফল করতে হবে।
সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য
ছড়িয়ে পডছে তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। তিনি বিপ্লবী যুব সংহতিকে যুবকদের আস্থা আর ভরসার কেন্দ্র হিসাবে গড়ে তোলার আহবান জানান।
যুবনেতা লিটন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি মমতাজ উদ্দিন মেম্বার, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পানঞ্চল কমিটির নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল হালিম ভূইয়া,মোহাম্মদ সুমন, মোহাইমেনুল হক, যুবনেতা আনিসুর রহমান প্রমুখ।
সভার শুরুতে গণ অভ্যুত্থানের সকল শহীদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্মেলনে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল জেলার ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 