সোমবার ● ২১ জুন ২০২১
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বান্দরবানের সবগুলি বাস টার্মিনালকে আধুনিক ও সৌন্দর্য বর্ধন করা হবে : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের সবগুলি বাস টার্মিনালকে আধুনিক ও সৌন্দর্য বর্ধন করা হবে : পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পর্যটক ও যাত্রীদের সুবিধার্থে পাহাড়ি জেলা বান্দরবানের সবগুলি বাস টার্মিনালকে আধুনিক ও সৌন্দর্য বর্ধন করা হবে। সোমবার সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পার্বত্য মন্ত্রী বলেন, হাফেজঘোনায় অবস্থিত বান্দরবানের প্রধান বাস টার্মিনালে মাটি ভরাট করে একটি উন্নত মানের আধুনিক বাসটার্মিনাল হিসেবে নির্মাণ করা হবে। পাশাপাশি চালকরা যাতে রেস্ট করতে বাস টার্মিনাল ভবনের উপরে রেস্ট হাউজ এর মত করে ফ্লোর নির্মাণ করে দেওয়া হবে।
বাস মালিকদের হুঁশিয়ার করে মন্ত্রী আরো বলেন, বাসের মধ্যে কোন যাত্রী ও নারীদের নির্যাতন বা কোন রকম অনৈতিক কর্মকান্ড করা হলে চালকদের সাথে মালিকদেরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনালের ভবন নির্মাণ কাজ ও একই প্রকল্পের আওতায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনাল পাড়ায় ফুটব্রিজ ও সড়ক’সহ সর্বমোট ২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ গুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত’সহ ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 