রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মধু পুণিমা গৌতম বুদ্ধের ঐতিহাসিক ঘটনা
মধু পুণিমা গৌতম বুদ্ধের ঐতিহাসিক ঘটনা
দেবদত্ত মুৎসুদ্দী গোপাল :: মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা একটি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব এবং এটা একটি বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের ঐতিহাসিক ঘটনার যা বাংলা পঞ্চম মাস ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ভাদ্র পুণিমা ও বলা হয়। এই উৎসবটি বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা , যেখানে একটি বানর মৌচাক থেকে মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করেছিলন। ওই বনে হস্তী (হাতী) কর্তৃক ভগবান বুদ্ধকে সেবা, বুদ্ধকে বানরের মধুদান– এসবের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন হিসেবে বিবেচিত। সেই দিনটি ছিল একটি পূর্ণিমা। যেটি ভাদ্রপূর্ণিমা বলে পরিচিত। মধুদানের সঙ্গে সম্পর্কিত বলে পূর্ণিমাটি মধু পূর্ণিমা বলে বিখ্যাত হয়। বৌদ্ধ ধর্ময় গ্রন্থ ত্রিপিটকে উল্লেখ আছে, বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ পারিলেয়্য বন নামক স্থানে বর্ষাবাস (ওয়া) যাপন কালে একটি হাতি প্রতিদিন ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় একই বনের একটি বানর হাতি (হস্তি) কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে বানরেরও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে। ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। মৌচাকে মৌমাছির ছোট্ট ছোট্ট ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করেন নি। কেন বুদ্ধ গ্রহন করেন নি। বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ মধু পান করেন। মধুপান করতে দেখে বানর খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে গাছের শাখা হতে আরের গাছের শাখায় লাফাতে লাগল। হঠাৎ অসাবধানতাবশত গাছের শাখা ভেঙ্গে বানর মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি প্রসন্নচিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবতিংস স্বর্গে ত্রিশ যোজন বিস্তৃত কনক বিমান (বিশাল বাড়ী) ও সহস্র অপ্সরা ( সুন্দরী নারী) লাভ করল। পারিলেয়া বনে হস্তি (হাতি) কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন।




রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা 