
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গুরুতর আহত নূরকে হাসপাতালে দেখতে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
গুরুতর আহত নূরকে হাসপাতালে দেখতে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ৩০ আগস্ট শনিবার দুপুরে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যান।
তিনি নূরের চিকিৎসার ব্যাপারে দায়িত্বেরত চিকিৎসক,তার স্ত্রী ও দলের নেতাদের সাথে কথা বলেন।তিনি আশা করেন নূর দ্রুত আশংকামুক্ত হবেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
এইসময় সাইফুল হকের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য শিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী উপস্থিত ছিলেন।
নূরকে দেখে এসে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নূরসহ গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, পরিকল্পিতভাবেই যে আক্রমণ সংঘটিত হয়েছে তা স্পষ্ট।
তিনি বলেন, যেসব মহল দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় এবং আগামী নির্বাচন ও দেশের গণতান্ত্রিক উত্তরণকে বাঁধাগ্রস্ত করতে চায় তারা এই সহিংসতার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
তিনি আশা করেন এই দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হবে, দায়ী ব্যক্তিরা চিহ্নিত হবেন এবং আইনের আওতায় তাদের উপযুক্ত বিচার নিশ্চিত হবে।