বুধবার ● ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙামাটিতে পবিত্র আখেরি চাহার শোম্বাহ শরীফ উপলক্ষ্যে দোয়া মাহফিল
রাঙামাটিতে পবিত্র আখেরি চাহার শোম্বাহ শরীফ উপলক্ষ্যে দোয়া মাহফিল
আহমদ বিলাল খান :: পবিত্র আখেরি চাহার শোম্বাহ শরীফ উপলক্ষ্যে আস সালীম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় যথাযথ সম্মানের সহিত রাঙামাটিতে বিশেষ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ আগস্ট বাদ আছর রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের হাজী ধনমিয়া পাহাড় জমে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আখেরি চাহার শোম্বাহ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল বাছিত খান।
এ ছাড়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মাওলানা মুহাম্মদ আবদুল বাছিত খান বলেন, সম্মানিত দ্বিন-ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি মুহাম্মাদুর রসুলুল্লাহ (স.)-এর জীবনে এ দিনটি বিশেষভাবে স্মরণীয়। ফারসি ভাষায় ‘আখের’ অর্থ শেষ, আর ‘চাহার শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার শোম্বা বলা হয়। এ দিনে নবিজি (স.) শেষ বারের মতো রোগ থেকে মুক্ত হয়ে আল্লাহর শোকর আদায় করেছিলেন বলে প্রতি বছর মুসলমানরা শুকরিয়ার দিবস হিসেবে দিনটি পালন করে থাকেন।
তিনি বলেন, আল্লাহর রাসূল (স.)কে পূর্ণ সুস্থ দেখে হযরত সাহাবায়ে কেরাম (রা.) খুবই আনন্দিত হন, প্রত্যেকে নিজ সামর্থ্য অনুযায়ী দান-সাদকা করেন। হযরত আবু বকর সিদ্দিক (রা.) তৎকালীন সময়ে ৫ হাজার দিনার গরিবদের দান করে দেন। হযরত উমার ফারুক (রা.) ৭ হাজার দিনার সাদকাহ্ করেন। হযরত ওসমান গনি (রা.) করেছিলেন ১০ হাজার দিনার। হযরত আলি (রা.) দান করেছিলেন ৩ হাজার দিনার। আর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা.) এই খুশির সংবাদে ১০০ উট আল্লাহর রাস্তায় দান করেন। এ থেকে আমরা শিক্ষা পেতে পারি, নবির প্রতি সাহাবিদের ভালোবাসা কেমন ছিল। এক কথায় বলা যায়, নবি (স.)-এর প্রতি তাদের ভালোবাসা ছিল নিখাদ ও অতুলনীয়। উনারা নবিজির জন্য নিজের জীবন কুরবান করতে পর্যন্ত দ্বিধা করেননি।
তিনি আরো বলেন, প্রিয় নবিজী (স.)-এর প্রিয় উম্মতের প্রতি আমার অনুরোধ থাকবে— জীবনের সবকিছুর চেয়ে যেন আমরা নবিজিকে ভালোবাসি, উনার দেখানো পথে নিজেদের জীবন সাজাই। যেহেতু নবি (স.)-এর রোগমুক্তির দিনটি ছিল সমগ্র জগতের জন্য খুশির দিন, তাই এ দিনে আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ থাকবে, তিনি যেন যাবতীয় অকল্যাণ থেকে দূরে রেখে আমাদেরকে সুস্থ ও সুস্বাস্থ্যের সুন্দর জীবন দান করেন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 