
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » এপার বাংলা ওপার বাংলা » বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন’কে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ২৩ মে ভোর পাঁচটার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ মিরসরাই থানায় দায়ের করা এক নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর সঙ্গে স্ত্রী তাহমিনা গিয়াস ছিলেন।
গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াসকে আটক করে মিরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।
মিরসরাই থানার ওসি মো. আতিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বিমানবন্দরেই গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানায় নাশকতার পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানা থেকে প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।